Home খেলাধুলাফুটবল আইএসএলে অষ্টম হার ইস্টবেঙ্গলের, জিতে শেষ চারে কার্যত নিশ্চিত নর্থ ইস্টের

আইএসএলে অষ্টম হার ইস্টবেঙ্গলের, জিতে শেষ চারে কার্যত নিশ্চিত নর্থ ইস্টের

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ ইন্ডিয়ান সুপার লিগে অষ্টম হার এসসি ইস্টবেঙ্গলের। ১-২ গোলে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হার লাল-হলুদের। প্রথমার্ধে গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিপি সুহেরের গোলে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। ইমরান খানের লম্বা পাস ধরে মিরশাদকে বোকা বানিয়ে বাঁ পায়ের গড়ানো শটে আইএসএলে নিজের প্রথম গোল করেন সুহের।

৫৬ মিনিটেই দ্বিতীয় গোল হজম করে ইস্টবেঙ্গল। নিম দর্জির ক্রস বিপদ মুক্ত করতে গিয়ে নিজের গোলে বল ঢুকিয়ে দেন সার্থক গোলুই। ৭১ মিনিটে দলের বিপদ আরও বাড়িয়ে দেন রাজু গায়কোয়াড। ব্রাউনকে ফাউল করে লাল কার্ড দেখেন তিনি।

৮৭ মিনিটে সার্থক গোলুই ব্যবধান কমালেও সমতা ফেরাতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। সুরচন্দ্রের ফ্রিকিক থেকে গোল ছেড়ে এগিয়ে আসা শুভাশিসের নাগাল এড়িয়ে হেড করেন সার্থক। তাঁর সেই হেড গোলে ঢোকে। সংযুক্তি সময়ে সমতা ফেরাবার মতো সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন ইউমনাম গোপী সিংহ। সার্থকের ক্রস থেকে হলওয়ের ফ্লিক হেড ফাঁকায় পেলেও ঠিক মতো হেড করতে পারেননি তিনি।

এই জয়ের ফলে চার নম্বরে উঠে এল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে। ১৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে থাকল এসসি ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এক পয়েন্ট পেলে আইএসএলের প্লে-অফে পৌঁছে যাবে খালিদ জামিলের দল।

Related Articles

Leave a Comment