নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রে কোভিড সংক্রমণ বাড়ার জের। পুনে থেকে সরে যেতে পারে ভারত বনাম ইংল্যান্ডের একদিনের আন্তর্জাতিক সিরিজ। পুনে তথা মহারাষ্ট্রে যেভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে সেটা ভেবেই বিকল্প ম্যাচ ভ্যেনু তৈরি করে রাখতে চাইছে বিসিসিআই।
আগামী ২৩ থেকে ২৮ মার্চ পুনেতে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা। কিন্তু কোভিড আক্রান্তের সংখ্যা মাঝে কমলেও ফের বাড়ছে মহারাষ্ট্রে। বৃহস্পতিবার সেখানে ৮০০০-এর উপর বেড়েছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই মুম্বইয়েই সংখ্যাটা হাজারের বেশি।
আমদাবাদে চতুর্থ টেস্ট খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তারপর পুনেতে উড়ে যাওয়ার কথা কোহলিদের। কিন্তু যে পরিস্থিতি চলছে তা বাড়তে থাকলে পুনে থেকে ওয়ানডে সিরিজের সব ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে।
তবে কোন কেন্দ্র বিকল্প হবে তা বলা হয়নি। এই মুহূর্তে ছ’টি কেন্দ্রে জৈব সুরক্ষা বলয়ে বিজয় হজারের খেলা চলছে। তারই কোনও একটিতে হয়তো করা হতে পারে।