Home খেলাধুলাঅন্যান্য খেলাধুলা ১৪বছর ফারাকের জুটি এনে দিল অ্যাডিলেড ইন্টারন্যাশানাল

১৪বছর ফারাকের জুটি এনে দিল অ্যাডিলেড ইন্টারন্যাশানাল

by Kolkata Today

এটিপি ট্যুরের জন্য প্রথমবার জুটি বেঁধেছিলেন রোহন বোপান্না এবং রামকুমার রমানাথান। আর সোমবার অ্যাডিলেড ইন্টারন্যাশানাল টুর্নামেন্টে এই নতুন জুটি চ্যাম্পিয়ন হল । এই টুর্নামেন্টে শীর্ষ বাছাই ইভান দোদিগ – মার্সেলো মেলো জুটিকে হারিয়ে খেতাব জিতে নিল এই নতুন জুটি। তবে কি এবার ভারতীয় টেনিসে নতুন সেনসেশন হতে চলেছে বোপান্না আর রামানাথন জুটি। 

 

রবিবার অ্যাডিলেডে ডডিজ- মার্সেলো মেলো জুটির মত বিশ্বের অন্যতম সেরা টেনিস জুটির মুখোমুখি হয়েছিল বোপান্না-রামানাথন জুটি।অ্যাডিলেডে এটিপি ট্যুর২৫০ ফাইনালে পুরুষদের ডবলসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতীয় জুটি ৭-৬ (৬), ৬-১ সেটে জয় ছিনিয়ে নেয়।শীর্ষবাছাই জুটিকে একেবারে স্ট্রেট সেটে উড়িয়ে ভারতীয় টেনিসে নতুন ইতিহাস রচনা করল এই নবীনতম জুটি। 

 

১ ঘন্টা ২১ মিনিটের মাথায় লড়াইয়ে বোপান্নার চোখধাঁধানো রিটার্ন ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। আর পুরো কোর্ট জুড়ে রামকুমারের অলরাউন্ডার পারফরম্য়ান্স ছিল নজরকাড়া। রোহন বোপান্নার এটি ২০ তম খেতাব । আর রামকুমার রমানাথানের এটা প্রথম।  প্রসঙ্গত, এর আগে দিবিজ শরণের সঙ্গে জুটি বেঁধে খেলতেন বোপান্না। আর এবার নতুন জুটি। তবে এই ম্যাচের ফলাফল স্পস্টতই জানায় এই জুটি আরও অনেক ম্যাচ খেলবে, ইঙ্গিত দিয়ে রাখলেন বোপান্না।

এই জয়ের ফলে দুজনেই ২৫০ করে RANKING পয়েন্ট পেল। এই জয় নিশ্চিতভাবে ভারতীয় জুটিকে বাড়তি আত্মবিশ্বাস এনে দেবে অস্ট্রেলিয়া ওপেনে।

আরও পড়ুনঃ একদিনেই কোটির মাত্রা পেরিয়ে গেল ছোটদের টিকাকরণ, টুইট করে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর   

ভারতীয় টেনিসে তেমন ভাল জুটি এল কই? তবে অনেকেরই মতে এরা কি লি-হেশ ( লিয়েন্ডার – মহেশ) জুটির উত্তরসূরী। রামানাথন-বোপান্নারা যা সাফল্য এনে দিলেন, তাতে নতুন করে স্বপ্ন দেখতেই পারে ভারতীয় টেনিস।

Related Articles

Leave a Comment