কলকাতা টুডে ব্যুরো:স্কুলে গরমের ছুটি ১৫ দিনের মতো এগিয়ে আনা হয়েছে। সাধারণ ভাবে মে মাসের মাঝামাঝি সময় থেকে গ্রীষ্মাবকাশ শুরু হয় পশ্চিমবঙ্গে। তার বদলে এই বছর তাপপ্রবাহ চলতে থাকায় ২ মে থেকেই যাতে গরমের ছুটি চালু করে দেওয়া যায় স্কুল শিক্ষা দফতরকে সেই পরামর্শ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
নবান্নের রাজ্যের প্রশাসনিক বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘স্কুল থেকে ছোটদের ফিরতে খুবই কষ্ট হচ্ছে। তাই আপনারা দেখুন গরমের ছুটি যাতে ২ মে থেকে চালু করে দেওয়া যায়।’’ তার এই নির্দেশের পরেই 2রা মে থেকে রাজ্যের স্কুল বন্ধের পদক্ষেপ নেওয়া হয় স্কুল ছুটি নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে আদালতে। স্কুল ছুটি নিয়ে রাজ্যের কাছে হলফনামা তলব করেছে আদালত।
‘বিবেচনা না করেই স্কুল ছুটি দেওয়া হয়েছে’। আবহাওয়া বদলে গিয়েছে, দাবি মামলাকারীর। আগামী ১৯ মে মামলার পরবর্তী শুনানি রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই এবার গরমের ছুটি 45 দিন নয় অবিলম্বে স্কুল খুলতে হবে এই দাবি নিয়ে বৃহস্পতিবার উত্তর কলকাতার কলেজ স্ট্রিটে অবস্থান বিক্ষোভে হাজির হল , মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী। তিনটে নাগাদ বিশ্ববিদ্যালয়ের উল্টোদিকে বিক্ষোভ সমাবেশে অংশ নেয় প্রায় ২০জন শিক্ষক ও শিক্ষা কর্মী।