Home সংবাদআবহাওয়া ২৪ ঘন্টা পর থেকে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রী বাড়বে, পূর্বাভাস হাওয়া অফিসের

২৪ ঘন্টা পর থেকে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রী বাড়বে, পূর্বাভাস হাওয়া অফিসের

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো: বুধবার অতি গভীর নিম্নচাপ দুর্বল হয়ে আজ সকাল সাড়ে পাঁচটায় গভীর নিম্নচাপে পরিণত হয়ে পরবর্তীকালে আরও শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ হয়ে অন্ধ্র প্রদেশ উপকূলে অবস্থান করছে। ফলে এই সিস্টেমের জন্য আমাদের রাজ্যে কোন সর্তকতা নেই।

 

এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক।তবে সমুদ্রের উপরে হাওয়ার গতিবেগ বেশি থাকবে তাই ১২ থেকে ১৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হচ্ছে। উত্তরবঙ্গের ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী ৫ দিন উত্তরবঙ্গের উপরের সবকয়টি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

 

 

ওপরের যে পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলোর বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।বৃষ্টি একটু বেশি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুক্ষণের জন্য বৃষ্টি হবে আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে যেমনটা চলছে। কাল থেকে এই বৃষ্টির পরিমাণ কমবে। ২৪ ঘন্টা পর থেকে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রী বাড়বে।

Related Articles