Home সংবাদসিটি টকস Pallabi Dey:পল্লবী মৃত্যুকাণ্ডে প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ

Pallabi Dey:পল্লবী মৃত্যুকাণ্ডে প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:পল্লবী মৃত্যুকাণ্ডে প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করল পুলিশ৷ আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিককে৷

 

প্রথম থেকেই তরুণী অভিনেত্রীর বাবার দাবি ছিল, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। পল্লবীর সহকর্মীরাও অনেকেই মনে করছেন, আত্মহত্য়ার প্ররোচনা দেওয়া হয়েছে তাঁদের সতীর্থকে। যার পিছনে সাগ্নিকের নাম উঠে আসছিল৷

আরও পড়ুনঃ ’বিজেপি দলটা অনেক ভাগে ভাগ হয়ে গিয়েছে’, কটাক্ষ Babul Supriyo

 

পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে খুন, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

 

সোমবার গভীর রাত পর্যন্ত সাগ্নিককে দফায় দফায় জেরা করেছিল পুলিশ। তারপর মঙ্গলবার বিকেলে তাঁকে গ্রেফতার করে গরফা থানা। পুলিশ সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪০৩, ৩৪১, ৩২৩, ৩০২ এবং ১২০(বি) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

Related Articles