কলকাতা টুডে ব্যুরো:আমাদের রাজ্যে আগামী 2 দিনে 2 ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে। কলকাতার ক্ষেত্রেও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর।পাশাপাশি জানান হয়েছে আগামী 48 ঘণ্টায় কলকাতাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিকালের দিকে ।
এদিন হাওয়া অফিসের পক্ষ থেকে জানান হয় একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের উপরে এছাড়া আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত । পশ্চিমের জেলা গুলোতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বারবে । আগামী তিন দিনে মৌসুমী বায়ু কেরালা তামিলনাড়ু কর্ণাটক ও উত্তর-পূর্ব ভারতের জেলাগুলোতে প্রবেশ করবে ।
আরও পড়ুনঃ জমি মিউটেশনে ‘দালালরাজ’ নিয়ে সরব Mamata Banerjee
উত্তরবঙ্গে এখন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে ,আগামী দুদিন চলবে তারপর থেকে অর্থাৎ তৃতীয় দিন থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এর মূলত কারণ আগামী তিন থেকে চারদিন উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে।