Home সংবাদসিটি টকস ‘বিরোধী দল হিসেবে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করছি শান্তি বজায় রাখুন,’বললেন শমীক

‘বিরোধী দল হিসেবে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করছি শান্তি বজায় রাখুন,’বললেন শমীক

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:”বিরোধী দল হিসেবে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করছি শান্তি বজায় রাখুন।” রাজ্যের পরিস্থিতি প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য্য।
সম্পূর্ণ পুলিশি নিষ্ক্রিয়তায় এবং সরকারি উদাসীনতার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য ।

 

এদি ছবি ঘটেছে বলেন,” আমরা রাজনৈতিক বিভাগের জন্য প্রস্তুত তবে কোনো রকম ধর্মীয় বিবাদ আমাদের দল প্রশ্রয় দেয় না। তিনি এদিন আরও বলেন কোনো রকম রাজনৈতিক উস্কানি দিয়ে সমাজের বিভাজন তৈরি করাকে বিজেপির সমর্থন করে না।”

 

তিনি এদিন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন,” যেভাবে উলুবেড়িয়া তে বিজেপির কার্যালয় এই হিংসার ঘটনা ঘটানো হলো প্রশাসন সে ঘটনা থেকে কোনরকম তৎপরতা দেখায়নি।” শমীক ভট্টাচার্য এদিন সংবাদমাধ্যমে সামনে ১০০ দিনের কাজ নিয়ে রাজ্য সরকারের দুর্নীতির প্রসঙ্গও তুলে ধরলেন।

Related Articles

Leave a Comment