কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৯৪০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। শনিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৯৯ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ৮৯ হাজার ৯৭৩। দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ৫৭৬। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ২৮ হাজার ৪৩৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৩২ লক্ষ ৭০ হাজার ৪৩৬।
আরও পড়ুনঃ রাজ্যে চলছে ভোটগ্রহণ, উৎসাহ ভোটারদের মধ্যে
গত কয়েকদিনে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। বুধবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৯৫, বৃহস্পতিবার সেই সংখ্যাটাই এক লাফে বেড়ে হয় ৭৪৫। আর শুক্রবার দৈনিক সংক্রমণ সাড়ে ছ’শোর ওপরে। শুক্রবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৫৭ জন। পজিটিভিটি রেট ৭ দশমিক শূন্য চার শতাংশ মৃত্যু হয়েছে ২ জনের।