Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৫০৬ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৫০৬ জন

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৫০৬ জন। যা মঙ্গলবার ছিল ১১ হাজার ৭৯৩ জন। যা গতকালের তুলনায় অনেকটা বেশি। একদিনে মৃত্যু হয়েছে ৩০ জনের। মঙ্গলবার যেখানে মৃত্যুসংখ্যা ছিল ২৭। ফলে মৃত্যুসংখ্যা যে ঊর্ধ্বমুখী, তা পরিসংখ্যান থেকে স্পষ্ট। রিপোর্ট অনুযায়ী, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৫ হাজার ০৭৭ জন।

 

রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৫৭৪ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৬ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৮ হাজার ৬৬৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৬০২ জন। দেশে অ্যাকটিভ কেসের ০.২৩ শতাংশে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুনঃ কেন রেগে গেলেন অন্তঃসত্ত্বা আলিয়া ভাট?

 

পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট টিকাকরণ হয়েছে ১৯৭ কোটি ৪৬ লক্ষের বেশি ডোজ। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ১৩ লক্ষ ৪৪ হাজারের বেশি মানুষ।

Related Articles

Leave a Comment