কলকাতা টুডে ব্যুরো:রবিবার পর্যন্ত দেশের মানুষকে ২০০ কোটি ভ্যাকসিন ডোজ দিয়ে ফেলল ভারত।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুয়ায়ী দেশের ৯৮ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি অন্তত করোনার একটি টিকা পেয়ে গিয়েছেন।
দেশের ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে ৮২ শতাংশ পেয়ে গিয়েছেন করোনা টিকা প্রথম ডোজ। অন্যদিকে, দেশের ৯০ শতাংশ মানুষ পেয়েছেন করোনা টিকার দুটি ডোজই।
আরও পড়ুনঃ ফের শহরে মডেলর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ
দেশে ফের মাথা ছাড়া দিচ্ছে করোনা।দৈনিক আক্রান্তের সংখ্যা এদিনও ২০ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫২৮ জন।