Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৯৫৪ জন। যদিও স্বস্তির খবর এই সময়পর্বে রাজ্যে করোনার জেরে কারোর মৃত্যু হয়নি। গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে নতুন সংক্রমিত ছিলেন ৫৫১ জন। তাই একলাফে চারশোর বেশি বাড়ল একদিনের সংক্রমণ।

 

বুলেটিন অনুযায়ী, বাংলায় এই মুহূর্তে পজিটিভিটি রেট ৯.৯২ শতাংশ। কিছুদিন আগে যা সর্বোচ্চ ৭ শতাংশে পৌঁছেছিল। সেখান থেকে প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে পজিটিভি রেট। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৬২০টি।

আরও পড়ুনঃ ’আসলে যে শিয়ালের লেজ কাটা গিয়েছে, সে চায় সবার লেজ কাটা হোক,’ কুণালকে আক্রমণ দিলীপের

 

রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সবথেকে বেশি সংক্রমণের হার কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সারিয়ে উঠেছেন ২৭৫ জন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৭৫৯ টি। যার মধ্যে ১৯৪ জন হাসপাতালে ভর্তি। বাকি ৪ হাজার ৫৬৫ করোনা আক্রান্তই এই মুহূর্তে রয়েছেন হোম আইসোলেশনে।

Related Articles

Leave a Comment