কলকাতা টুডে ব্যুরো:অনুব্রতর মেয়ে-সহ ৬ জনের কোর্টে হাজিরার নির্দেশ প্রত্যাহার। টেট সার্টিফিকেট পেশ করার নির্দেশও প্রত্যাহার করলেন বিচারপতি। প্রত্যাহার করলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। অতিরিক্ত হলফনামা গ্রহণযোগ্য নয়, জানিয়ে দিল হাইকোর্ট।
টেট পাস না করে স্কুলে চাকরির অভিযোগ ওঠে সুকন্যার বিরুদ্ধে। তারপরেই বুধবার অনুব্রত কন্যাকে হাজিরা নির্দেশ দেয় আদালত ।নির্দেশের পর বৃহস্পতিবার আদালতে হাজিরা দেন অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল।
Topics
High Court TET Teacher School Education Kolkata