কলকাতা টুডে ব্যুরো:পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করল আদালত ফের আগামী ১৪ দিনের জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় কে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত জামিনের আবেদন করেননি অর্পিতা। ইডি আধিকারিকরা জেলে গিয়ে পার্থ অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলেও নির্দেশ দিয়েছে আদালত।
এদিন তদন্তকারী অফিসারেরা আদালতকে জানিয়েছে তদন্তে তারা পার্থর আরও দশটি একাউন্টের হদিশ পেয়েছেন এবং সেই বিষয়ে তাদের অর্পিতা পার্থকে আরও জেরার প্রয়োজন রয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে আপাতত জেলেই থাকতে হবে পার্থ অর্পিতাকে।
এদিন আদালতে ঢোকার সময় সাংবাদিকরা নানা প্রশ্ন ছুঁড়ে দেন। তখন তিনি চিৎকার করে বলেন, ‘কেউ ছাড় পাবেন না’। আর এখন এই মন্তব্য নিয়ে তোলপাড় অবস্থা দেখা দিয়েছে। কারণ এসএসসি নিয়োগ দুর্নীতিতে তাঁকে গ্রেফতার করেছে ইডি। সেখানে দল তাঁর পাশে দাঁড়ায়নি। দল এবং মন্ত্রিসভা থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়েছে। সুতরাং অনেকেই ধরে নিচ্ছেন এই বাক্যবাণ তিনি ব্যয় করেছেন তৃণমূল কংগ্রেসের জন্য।
Topics
SSC Scam ED Partha Chatterjee Administration Kolkata