Home সংবাদসিটি টকস ২০২৪-এর মার্চ মাসের মধ্যে পরিশ্রুত জল পৌঁছে যাবে ডায়মণ্ড হারবারের প্রতিটি বাড়িতে,’দাবি Abhishek-এর

২০২৪-এর মার্চ মাসের মধ্যে পরিশ্রুত জল পৌঁছে যাবে ডায়মণ্ড হারবারের প্রতিটি বাড়িতে,’দাবি Abhishek-এর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সারা দেশের কাছে মডেল। বুধবার নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, আগামী ২ বছরের মধ্যে প্রতিটি বাড়িতে নলবাহিত জল পৌঁছে যাবে। এখানে যেভাবে কাজ হয়েছে দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের কোথাও কাজ হয়নি। রিপোর্ট কার্ড নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন সাংসদ।

তিনি বলেন, “২০২৪-এর মার্চ মাসের মধ্যেই ডায়মণ্ড হারবারের প্রতিটি বাড়িতে পানীয় জলের লাইন পৌঁছে দেব। একেবারে ২০২৪-এর মার্চ মাসের মধ্যে নলবাহিত পরিশ্রুত জল পৌঁছে যাবে ডায়মণ্ড হারবারের প্রতিটি বাড়িতে। ৮৬৪ কোটি টাকা খরচ করে ৭৮৬ কিলোমিটার পাইপলাইন দিয়ে এই প্রকল্পের পরিশ্রুত জলের লাইন ডায়মণ্ড হারবারের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে।

Topics

Abhishek Banerjee BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment