Home রাজনৈতিক সংসদের স্পিকার ওম বিড়লার ডাকা বৈঠক বাতিল করলে তৃণমূল

সংসদের স্পিকার ওম বিড়লার ডাকা বৈঠক বাতিল করলে তৃণমূল

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:সংসদের বাদল অধিবেশনের আগে দস্তুর মেনে শনিবার সর্বদল বৈঠক ডেকেছিলেন স্পিকার ওম বিড়লা। তবে সেই সর্বদল বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধি থাকছে না। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন এদিন টুইট করে দাবি করেছেন, সংসদ অধিবেশনের আগে সর্বদল বৈঠকগুলি আসলে ভড়ং। ওতে কাজের কাজ কিছু হয় না।

 

তিনি বলেন, সংসদে সাংসদদের কথা বলতে দিচ্ছে না এই সরকার। কী শব্দ ব্যবহার করবে, তাও ঠিক করে দিচ্ছে। এভাবে সংসদ চলতে পারে না। যেখানে কথা বলার অধিকার নেই, সেই সংসদের সাংসদদের সম্মান নেই। তাই আমরা অধ্যক্ষের ডাকা সর্বদলে না যাওয়া সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুনঃ মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি তুলে বউবাজার থানার সামনে বিক্ষোভ বিজেপি-র

 

সর্বদল বয়কট প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, সংসদে সাংসদদের কাজ করতে দেওয়া হয় না। আমরা প্রতিবাদ করেছি। আগামী দিনেও করব। তৃণমূল মানুষের কথা বলে। তৃণমূলের কণ্ঠরোধ করা মানে সাধারণ মানুষের কণ্ঠরোধ। এর প্রতিবাদেই আজকের বয়কটের সিদ্ধান্ত। ১৮ তারিখ থেকে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশনেও এনিয়ে আমরা সরব হব।

Related Articles

Leave a Comment