Home সংবাদসিটি টকস সুস্থ হওয়ার পরে শুক্রবার প্রথম সভা অভিষেকের

সুস্থ হওয়ার পরে শুক্রবার প্রথম সভা অভিষেকের

পুজোর আগেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছিল, বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে বিভিন্ন কেন্দ্রে চালানো হবে জনসংযোগ কর্মসূচি। পরে অবশ্য চোখে অস্ত্রোপচার করাতে আমেরিকা যেতে হয়েছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পুজোর আগেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছিল, বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে বিভিন্ন কেন্দ্রে চালানো হবে জনসংযোগ কর্মসূচি। পরে অবশ্য চোখে অস্ত্রোপচার করাতে আমেরিকা যেতে হয়েছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

তাই নিজের কেন্দ্রে বিজয়া সম্মিলনী করতে পারেননি তিনি। ফিরেছিলেন কালীপুজোর দিনে। এখন তিনি সুস্থ। চিকিত্‍সকদের পরামর্শ, আগুন, ধোঁয়া ও ধুলো লাগানো যাবে না চোখে। সুস্থ হওয়ার পরে শুক্রবার প্রথম সভা করেছেন তিনি।

ডায়মন্ড হারবার সংসদীয় এলাকায় বিজয়া সম্মিলনীর জন্য আগেই উপস্থিত হয়েছিলেন সংগঠকরা। এদিন সাংসদ অভিষেক তাঁদের ও স্থানীয়দের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। জানা গিয়েছে, এদিন তিনি খোঁজ নিয়েছেন, বিভিন্ন প্রকল্প এবং ‘এক ডাকে অভিষেক’-এর কাজ সম্পর্কে। এদিন তাঁর চোখে ছিল কাচের চশমা। তবে তা সম্ভবত ঘষা কাচ।

উল্লেখ্য, দাঁইহাটের পুরপ্রধান শিশির মণ্ডল এক তরুণীকে কুপ্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ। সেই খবর অভিষেকের কাছে যাওয়া মাত্র তিনি ওই পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন অভিযুক্ত পুরপ্রধান। শুক্রবার দলীয় কাজ নিয়ে নেতা ও কর্মীদের সঙ্গে বিশেষ আলোচনাও করেন সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

Related Articles

Leave a Comment