Home সংবাদসিটি টকস উদ্বেগজনক ডেঙ্গু পরিস্থিতি, বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁই ছুঁই

উদ্বেগজনক ডেঙ্গু পরিস্থিতি, বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁই ছুঁই

প্রতিদিন ক্রমাগতভাবে বেড়ে চলেছে ডেঙ্গি প্রকোপ। ভয়াবহ চেহারা নিয়েছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি । এ বছরের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড গড়েছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: প্রতিদিন ক্রমাগতভাবে বেড়ে চলেছে ডেঙ্গি প্রকোপ। ভয়াবহ চেহারা নিয়েছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি । এ বছরের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড গড়েছে । সরকারি হিসেবেই এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁই ছুঁই ।

সরকারি ভাবে রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৫৭ জন । তবে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে । রেকর্ড, ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে সাপ্তাহিক আক্রান্তের দিকে সর্বাধিক গত সপ্তাহের আক্রান্তের সংখ্যা। এই মুহূর্তে পজিভিটি রেটের শীর্ষে রয়েছে কলকাতা ২৪.০৮ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, ২৪.০৫ শতাংশ। হুগলিতে ২০.৮ শতাংশ, কালিম্পং ১৯.০৫ শতাংশ। স্বাস্থ্যবিদরা জানাচ্ছেন, অত্যধিক হারে ডেঙ্গি বাড়ার কারণ, প্রথমত, আবহাওয়ার খামখেয়ালিপনা, দ্বিতীয়ত, মানুষের অসচেতনতা।

আক্রান্তের সংখ্যার নিরিখে এই মুহূর্তে সবথেকে খারাপ অবস্থা কলকাতা সহ তিন জেলায় । এর মধ্যে পরিস্থিতি সব থেকে খারাপ উত্তর চব্বিশ পরগণায়। সেখানে গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১১৬৬ জন। এর পরেই রয়েছে মুর্শিদাবাদ। সেখানে শেষ এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৮৬৪ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। গত এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৮১ জন ।

এছাড়াও জানা গিয়েছে, ডেঙ্গি ১-এর পাশাপাশি ডেঙ্গি ২ ও ডেঙ্গি ৩-তেও আক্রান্ত হচ্ছেন অনেকে। একবার যারা আক্রন্ত হয়েছেন, তাঁরাও দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছেন। এদিকে, ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থ কলকাতা পুরসভা, এই দাবিতে বৃহস্পতিবার কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধে মধ্য কলকাতায়।

Related Articles

Leave a Comment