Home সংবাদ নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টিপাত

নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টিপাত

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে এটি আরও শক্তি বাড়িয়ে উড়িষ্যার দিকে এগোবে। এর ১৪ তারিখ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।বিশেষ করে ১৪ তারিখ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান,ঝাড়গ্রাম ভারি বৃষ্টি হবে বলে জানিয়েছেন হাওয়া অফিসের আধিকারিক। এইসব জায়গাতে ১৪ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

১৫ই আগস্ট থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে ।১৬ তারিখ বৃষ্টিপাত কমে যাবে। ১৭ তারিখ আবার বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়া উপকূলে ৪০ থেকে ৫০ কিমি দমকা হওয়া থাকবে ।

মৎস্যজীবীদের জন্য ১৫ তারিখ পর্যন্ত সমুদ্র যেতে মানাকরা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি। ১৪ তারিখে কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। ১৫ তারিখে কলকাতায় হালকা বৃষ্টি হবে। উত্তরবঙ্গেক্ষেত্রে আগামী দুই দিন উপরের পাঁচটি জেলায় বৃষ্টিপাত বেশি হবে ।বৃষ্টিপাত শুরু হলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা খানিকটা কমবে। উত্তরবঙ্গে ও বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কমবে ।দক্ষিণবঙ্গে ৩৮ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গে ২% ।কলকাতার ক্ষেত্রে ৪৪ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে।

Topics

Alipore Weather Office  Rainfall Temperature Administration Kolkata

Related Articles

Leave a Comment