কলকাতা টুডে ব্যুরো:প্রয়াত দেশের প্রখ্যাত বিলিয়নিয়ার ব্যবসায়ী, শেয়ার ব্যবসায়ী এবং বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা। রবিবার সকালে ৬২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাকেশ ঝুনঝুনওয়ালা।
তাঁর মৃত্যুতে শেয়ার বাজার, বাণিজ্যিক মহল এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি লিখেছেন, “রাকেশ ঝুনঝুনওয়ালা অদম্য ছিলেন। জীবনবোধে পরিপূর্ণ ছিলেন। অর্থনৈতিক মহলে তাঁর অবদান অনস্বীকার্য। ভারতের উন্নয়ন নিয়ে তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন। তাঁর অকাল প্রয়াণ দুঃখের। তাঁর পরিবার ও অনুাগীদের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি!”
হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই তিনি শরীরিক সমস্যায় ভুগছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। মৃত অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর চিকিৎসকরা তাঁকে সরকারি ভাবে মৃত বলে ঘোষণা করেন।
Topics
Rakesh Jhunjhunwala Investor Business Administration Kolkata