কলকাতা টুডে ব্যুরো: গত দশ বছরে রিকোয়ার্ড টেম্পারেচার। অক্টোবর মাসের রেকর্ড হওয়া সর্বনিম্ন টেম্পারেচার। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ যেটা স্বাভাবিক আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যেটা হচ্ছে ১৯.৬ স্বাভাবিক দিয়ে তিন ডিগ্রী কম। গত দশ বছরে এটি অক্টোবর মাসের রেকর্ড হওয়া সর্বনিম্ন টেম্পারেচার। এর আগে ২০১২ সালে অক্টোবরে ২৮ তারিখ টেম্পারেচার ছিল ১৯.৯।
আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ সর্বোচ্চ তাপমাত্রা যতক্ষণ ৩১ ডিগ্রি ও সর্ব নিম্ন ২১ ডিগ্রির আশেপাশে থাকবে।আবহাওয়ার বিশেষ কোন সতর্কবার্তা নেই এবং রাজ্যের জেলাগুলো প্রধানত শুষ্ক থাকবে। উত্তর পশ্চিম এর শীতল হাওয়া প্রবেশ করছে এটার কারণেই ঠান্ডা অনুভূতি। আগামী ৫ দিন এরকম থাকবে আবহাওয়া ।
উত্তর-পশ্চিমে হাওয়াটার জন্যই এই প্রভাবটা হচ্ছে আগামী পাঁচ দিন টেম্পারেচার বিশেষ কোনো পরিবর্তন নেই বৃষ্টিরও কোন সম্ভাবনা।