কলকাতা টুডে ব্যুরো: আগামী ২৪ ঘন্টার পর থেকে শহরে তাপমাত্রা নিম্নমুখি হবে। শুধু তাই নয়, শুক্রবার থেকে কলকাতার তাপমাত্রার পারদ নামতে শুরু করবে । প্রায় দুই ডিগ্রির কাছাকাছি নামবে।পশ্চিমী জেলাগুলিতে এই তাপমাত্রার ছন্দপতন ঘটবে গড়ে তিন থেকে চার ডিগ্রি ।
মঙ্গলবার এই খবর জানান, আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপাতত সিস্টেম আপডেট কিছু নেই। আগামী চার পাঁচ দিন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ প্রধানত শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। বৃষ্টির(Rain) কোন সম্ভাবনা নেই ।
দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। রাতের তাপমাত্রাতেও কোন চেঞ্জ নেই । পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা কমবে দুই থেকে এক ডিগ্রি। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টা রাতের তাপমাত্রা ১৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর পরবর্তী কয়েক দিনে সামান্য এক -দুই ডিগ্রি হয়তো কমবে। ১৭ ডিগ্রীর কাছাকাছি থাকবে । কয়েক দিনের জন্য পশ্চিমের জেলাগুলিতে তিন চার ডিগ্রি তাপমাত্রা কম থাকবে।