Home সংবাদসিটি টকস শুস্ক আবহাওয়া, রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা

শুস্ক আবহাওয়া, রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা

বেড়ে গিয়েও আবারও কমল তাপমাত্রা। শনিবার আবারও ষোলোর ঘরে পারদ। শীতের আমেজ থাকবে আরও কয়েক দিন। আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বেড়ে গিয়েও আবারও কমল তাপমাত্রা। শনিবার আবারও ষোলোর ঘরে পারদ। শীতের আমেজ থাকবে আরও কয়েক দিন। আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া শুকনো ও পরিষ্কার থাকবে। কোনও সিস্টেম রাজ্যের ওপরে নেই। এছাড়াও উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস হু হু করে ঢুকছে বাংলায়। তাপমাত্রা সামান্য বাড়লেও শীতল আবহাওয়া বজায় থাকবে গোটা রাজ্য জুড়েই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে।

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৩ শতাংশ।

Related Articles

Leave a Comment