কলকাতা টুডে ব্যুরো:আগামী সপ্তাহে ফের অনুব্রতকে হাজিরার নির্দেশ দিল সিবিআই।গরুপাচারকাণ্ডে ফের অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তির নথি নিয়ে হাজিরার নির্দেশ।
৬ বার তলবের পর গরুপাচার মামলায় সিবিআই দফতরে যান অনুব্রত। ‘৩ দফায় ৩৬ টি প্রশ্ন বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে’, বয়ান খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত, খবর সূত্রের।
আরও পড়ুনঃ Anubrata Mandal:পৌনে ৩ ঘণ্টার পর SSKM হাসপাতাল থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল
৪ ঘণ্টা সিবিআই-জিজ্ঞাসাবাদের পল এসএসকেএমে যান অনুব্রত। পৌনে ৩ ঘণ্টার পর এসএসকেএম হাসপাতাল থেকে বেরোন অনুব্রত।