কলকাতা টুডে ব্যুরো:পৌনে ৩ ঘণ্টার পর এসএসকেএম হাসপাতাল থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল।শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে। হুইল চেয়ারে করে উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয় অনুব্রত মন্ডলকে।
সূত্রে খবর, রক্তচাপ সামান্য বেশি রয়েছে। অক্সিজেনও দিতে হয়েছে। তবে আগের থেকে একটু ভালো আছেন তিনি। যদিও হার্টের সমস্যার জন্য এখনই অনুব্রত মন্ডলের অস্ত্রোপচারের কোনও ভাবনা নেই মেডিক্যাল বোর্ডের।
আরও পড়ুনঃ Anubrata Mondal:অবশেষে মুখোমুখি অনুব্রত- সিবিআই
গরুপাচারকাণ্ডে বৃহস্পতিবার সকাল ৯টা বেজে ৫০মিনিটে নিজাম প্যালেসে হাজিরা দেন অনুব্রত মন্ডল। সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। প্রায় চার ঘণ্টা তাঁকে জেরা করেন সিবিঢআই আধিকারিকরা। তারপর নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত মণ্ডল ।