Home সংবাদসিটি টকস আলু বাজারে কেন এত বেশি দামে বিক্রি হচ্ছে? দ্রব্যমূল বৃদ্ধি নিয়ে বিশেষ ঘোষণা মুখমন্ত্রীর

আলু বাজারে কেন এত বেশি দামে বিক্রি হচ্ছে? দ্রব্যমূল বৃদ্ধি নিয়ে বিশেষ ঘোষণা মুখমন্ত্রীর

সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে দ্রব্যমূল বৃদ্ধির বিষয়ে বিভাগীয় মন্ত্রী অফিসার এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে দ্রব্যমূল বৃদ্ধির বিষয়ে বিভাগীয় মন্ত্রী অফিসার এবং ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে জিনিস পত্রের মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী জানান,’ এত টাকা দিয়ে সব্জি কেন বিক্রি হচ্ছে? পেট্রল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব তো বাজারে পড়েছেই। তাবলে একটা বাঁধা কপির দাম ৪০-৫০ টাকা !’ শিম কেন ২২ টাকা কেজিতে কলকাতায় বিক্রি হচ্ছে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

তারপরেই আসেন আলু এবং মাংস বিক্রির প্রসঙ্গে। বৈঠকে টাস্ক ফোর্সের কাছে তিনি বলেন,’ আলু বাজারে কেন এত বেশি দামে বিক্রি হচ্ছে? আজকে বৈঠক আছে বলে ১৫ টাকা হয়েছে, নাহলে মনে হয় ২৫ টাকা ছিল।বাঙালিতো আলুভাতেতেই খুশি। কোল্ড স্টোরেজ থেকে আলু বের করুন।’

এদিনের বৈঠকে মত্‍স্য দফতরকে মাছ উত্‍পাদন বাড়ানোর কথা বলেছেন মমতা। মনে করিয়ে দিয়েছেন, এ বছর তাঁর সরকারের লক্ষ্য হল বছরে ৫ লক্ষ মেট্রিক টন মাছ উত্‍পাদন করা। মাছের পরেই মাংসের দাম নিয়ে কথা বলেন তিনি । ‘চিকেনের দাম এত কেন? লোকে খাবে কী? ১৮৫ টাকা হল কেন মাংসের দাম?’ জিজ্ঞাসা করেন মুখ্যমন্ত্রী। তবে তাঁর মতে ঠিক আছে ডিমের দাম।

Related Articles

Leave a Comment