Home সংবাদবর্তমান ঘটনা করোনার কারণে বাতিল এশিয়ান গেমস

করোনার কারণে বাতিল এশিয়ান গেমস

by Soumadeep Bagchi

আগামী সেপ্টেম্বরে হাংঝোউয়ে গেমস স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছে চিনের সংবাদ মাধ্যম। সে দেশে আবার বাড়ছে করোনা সংক্রমণ।

 

 

স্থগিত হয়ে গেল এশিয়ান গেমস। ২০২২ সালে এশিয়ান গেমস হওয়ার কথা ছিল চিনে। কিন্তু সে দেশে আবার বাড়ছে করোনা সংক্রমণ। একাধিক শহরে লকডাউন করতে হয়েছে। এই পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে হাংঝোউয়ে গেমস স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাচ্ছে চিনের সংবাদ মাধ্যম।

 

আরও পড়ুনঃ ’উনি আসবেন, নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন’, অমিত সাহার আমন্ত্রণ প্রসঙ্গে বললেন সৌরভ

 

চীনের সরকারি সূত্রের খবর করোনা পরিস্থিতি আবারও ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইতিমধ্যেই সমস্ত সরকারি গণমাধ্যমের ওপর আবার নিয়ন্ত্রণ শুরু হয়েছে। হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। বিমানবন্দরে শুরু হয়েছে কড়াকড়ি।

Related Articles