কাশ্মীর ভারতের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে
কাশ্মীর ভারতের হৃদয়ে একটি বিশেষ স্থান ধারণ করে, কাশ্মীরকে ভারতের স্বর্গরাজ্যও বলা হয়। ৩৭০ ধারা বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কাশ্মীরে তার প্রথম সফর করেন, শ্রীনগরে মোট ৬৪০০ কোটি টাকার ৫৩টি উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেন। তিনি কাশ্মীরের অগ্রগতিতে এই প্রকল্পগুলির তাত্পর্যের উপর জোর দিয়ে বেশ কয়েকজন ব্যক্তিকে সরকারি চাকরির জন্য নিয়োগপত্রও প্রদান করেছেন যা ফলস্বরূপ ভারতের নিজের অগ্রগতির প্রতিফলন করে।
মোদি বিকশিত কাশ্মীরের উন্নয়ন নিয়েও কথা বলেছেন
এরপর ভাষণ দেওয়ার সময় মোদি বিকশিত কাশ্মীরের উন্নয়ন নিয়েও কথা বলেছেন। তার কথায় ‘আজকে যেসমস্ত প্রকল্প উদ্বোধন হল সেগুলো কাশ্মীরের উন্নতি করবে। আর কাশ্মীরের বিকাশ মানেই ভারতের বিকাশ। এই কাশ্মীর দেখার জন্যই নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কাশ্মীরিদের হাসিমুখ দেখলেই দেশের ১৪০ কোটি মানুষ খুশি থাকবেন।”
মোদি উল্লেখ করেছেন যে কীভাবে ৩৭০ ধারা প্রত্যাহার কাশ্মীরে শান্তি পুনরুদ্ধার করেছে, “বহুদিন ধরে কংগ্রেস ও তার সঙ্গীরা ৩৭০ ধারা ব্যবহার করে কাশ্মীরিদের ভুল বুঝিয়েছে। কয়েকটা পরিবারের জন্য কাশ্মীরকে শিকলে বেঁধে রাখা হয়েছিল। কিন্তু এখন সেই ৩৭০ ধারা আর নেই। তাই কাশ্মীরের যুবসমাজের প্রতিভার কদর হচ্ছে, সকলের জন্য সমান সুযোগ তৈরি হচ্ছে। আগামী দিনে সারা পৃথিবীর আকর্ষণ তৈরি হবে কাশ্মীরকে ঘিরেই।
অনেকের মতে কাশ্মীর থেকে সন্ত্রাসদের একেবারে নিশ্চিহ্ন করে দিতে চান মোদী তার জন্যই কাশ্মীরে আরো বেশি উন্নয়ন করতে চান তিনি , কর্মসংস্থান বাড়াতে চান যাতে কেউ আর সন্ত্রাসবাদের পথে না হাতে। তাই লোকসভা ভোটের আগে কাশ্মীরে এসে তিনি বলেন” আপনাদের মন জিততে এসেছি। কারণ জম্মু-কাশ্মীর শুধু একটা এলাকা নয়। এটা ভারতের কপাল।” অর্থাৎ কৃষি উন্নয়ন ,পর্যটন , কর্মসংস্থান সব মিলিয়ে আগামী দিনে কাশ্মীর আরো উন্নত হবে বলেই আশা করা যাচ্ছে।