কলকাতা টুডে ব্যুরো:ভারত এখন পোলিওমুক্ত। কিন্তু সাবধানতার মার নেই। তাই পোলিওকে দূরে রাখতে প্রতি বছর ভারতে নেওয়া হয় পোলিও টিকাকরণের শিবির । ২০২২ সালেও শুরু হয়েছে পোলিও টিকাকরণের কর্মসূচি।রবিবার থেকে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় পোলিও টিকাকরণ শুরু হয়েছে।
এখনও পড়শি দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও সংক্রমণ বহুল পরিমাণে দেখা যায়। ফলে ভারত পোলিও-মুক্ত হলেও নতুন করে সংক্রমণের আশঙ্কা রয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই কারণেই বিশ্বজুড়ে পোলিও নির্মূল না হওয়া পর্যন্ত এই টিকাকরণ চালিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
কয়েকদিন আগেই ১১ বছর পর ফের কলকাতায় উদ্ধার পোলিওর জীবাণু। মটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলে উদ্ধার হয়েছে পোলিও-র জীবাণু। তারপরেই আতঙ্ক ছড়িয়েছে শহরজুড়ে। এদিন শহরে বিভিন্ন এলাকায় শিশুদেরকে পোলিও নিতে দেখা গেল। করোনা গ্রাফ কলকাতা শহরে নিম্নমুখী।
তবুও শহরের মানুষকে সচেতন থাকতে বললেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বলেন মুখে মাস্ক পড়াটা আরও কিছুদিন বাধ্যতামূলক করতে হবে। যতটা সম্ভব জনসমাবেশ এড়িয়ে চলতে বলেন তিনি। এছাড়া শহরে পোলিও মুক্ত করার যে চেষ্টা চালানো হচ্ছে, তা আগামী দিনে সমাজ থেকে পোলিওকে সম্পূর্ণ মুক্ত করা যাবে বলে বলেন, ডেপুটি মেয়র অতীন ঘোষ।