Home বিনোদন করোনাকালে ৫০ শতাংশ দর্শক নিয়ে শুরু হচ্ছে ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসব

করোনাকালে ৫০ শতাংশ দর্শক নিয়ে শুরু হচ্ছে ২৭তম কলকাতা চলচ্চিত্র উৎসব

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: করোনা আবহেও বন্ধ হল না কলকাতা চলচ্চিত্র উৎসব ।করোনা কারণে চলতি বছরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্ন সভাঘর থেকে|

আরও পড়ুন : ‘মুখ্যমন্ত্রীর কর্মসুচি দুয়ারে সরকারের নামে দুয়ারের সংকট, সন্ত্রাস ও সর্বনাশের পরিকল্পনা করছিল,’ সুজন চক্রবর্তীর কটাক্ষ

ভার্চুয়ালি উদ্বোধন হবে উৎসবের।এই মুহূর্তে সিনেমা হলে ৫০ শতাংশ দর্শক আসন ভর্তির অনুমতি রয়েছে, সেই নিয়মই লাগু হবে কিফের ক্ষেত্রেও। ছবি উৎসব চলাকালেও হলে ৫০ শতাংশের বেশি দর্শক হাজির থাকতে পারবে না।

আরও পড়ুন : বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার, নির্দেশ নবান্নর

৭ জানুয়ারি বিকেল ৪টেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন হবে উৎসবের। ওই দিন উপস্থিত থাকার কথা হাতেগোনা কিছু অতিথির। তবে তাঁদের নাম এখনও ঘোষিত হয়নি। এ বছর শতবর্ষে পা রেখেছেন তিন বিখ্যাত ব্যক্তিত্ব। সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং মিকলোস জ্যাঁসো। তাঁরাই এ বারের উৎসবের প্রধান মুখ। এঁদের পাশাপাশি বিশেষ ভাবে সম্মানিত হবেন বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, জিন পল বেলমন্ড, জিন ক্লড ক্যারিয়ার, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্রা ভাবে। এ বছর উৎসবের দেশ ফিনল্যান্ড। দেখানো হবে সে দেশের ৬টি ছবি।

Topics

Film Festival Celebration  Covid19 Health Kolkata

Related Articles

Leave a Comment