কলকাতা টুডে ব্যুরো:সিবিআই বারবার তলব করছে। এই পরিস্থিতির বিরুদ্ধে রক্ষাকবচের আবেদন করেছিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার সেই আবেদন কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল। তবে তিনি আগাম জামিনের জন্য হাইকোর্টের অন্য বেঞ্চে যেতেই পারেন। আজ, গরু পাচার মামলায় আইনি রক্ষাকবচ মিলল না তাঁর। তাই ১৪ মার্চ তাঁকে সম্ভবত সিবিআই দফতরে হাজিরা দিতেই হবে।
তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় তার আগেই রক্ষাকবচ চেয়ে আদালতে আবেদন করেছিলেন তিনি। শুক্রবার তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, ‘‘বার বার আদালতকে ঢাল হিসাবে ব্যবহার করা যাবে না। কোনও তদন্তে আদালত এ ভাবে সিবিআইয়ের হাত বাঁধতে পারে না।’’
অনুব্রতর আইনজীবীর দাবি, তাঁর মক্কেল অসুস্থ এবং চিকিৎসাধীন। অথচ তাঁকে কলকাতা বা অন্য জায়গায় তলব করছে সিবিআই। বোলপুর বা তার আশেপাশের কোথাও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হলে তাঁর মক্কেল সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। সিবিআই একপেশে তদন্ত করে তাঁকে টার্গেট করছে। এই বিষয়টি থেকে অব্যাহতি চান তাঁর মক্কেল। পাল্টা সিবিআই আইনজীবী এমভি রাজু বলেন, ‘উনি যদি এতটাই আশঙ্কায় থাকেন, তা হলে কেন আগাম জামিনের আবেদন করেননি? উনি তো সব জায়গায় যাচ্ছেন। সিবিআইয়ের কাছে আসার সময় নানান সমস্যা। ওঁর ফেসবুক দেখুন। যে রোগের কথা বলা হচ্ছে, তার জন্য কেন মেডিক্যাল বোর্ড? তিনি প্রভাবশালী বলেই এটা সম্ভব!’ তারপরেই আবেদন খারিজ করে দেন বিচারপতি।
Topics
High Court Anubrata Mondal TMC Administration Kolkata