Home ভিডিও কালীঘাটে তৃণমূলের বৈঠকের পর ২০ জনের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা

কালীঘাটে তৃণমূলের বৈঠকের পর ২০ জনের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শনিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক কালীঘাটে হয়েছে । এই বৈঠকে   দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। দলের সর্বভারতীয় নেত্রী হিসেবে এদিন তিনি ২০ জনের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা করেন। এই কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল-সহ ১৬ জনের নাম ঘোষণা করেছন পার্থ চট্টোপাধ্যায়। এই কমিটিতে নাম নেই ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো হেভিওয়েটের নাম। পরে মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করবেন। সেই নাম যাবে নির্বাচন কমিশনে চূড়ান্ত অনুমোদনের জন্য। সভানেত্রী মমতা ব্যানার্জি ছাড়া শীর্ষস্তরের সব পদের আপাতত অবলুপ্তি ঘটানো হয়েছে।  এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে এখনও পর্যন্ত ঘোষিত তালিকার অধিকাংশই দলের পুরাতন সৈনিক।
তবে, পার্থ চট্টোপাধ্যায় ঘোষিত তালিকায় নাম নেই মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিনিধি রয়েছে এই তালিকায়। ভিন রাজ্যের নামী
নেতাদের দলের কর্মসমিতিতে জায়গা দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

তাৎপর্যপূর্ণভাবে, শনিবার দলের পদাধিকারীদের নাম এখনও ঠিক করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যার অর্থ আপাতত তৃণমূলের শীর্ষস্তরের সব পদ অবলুপ্ত। এতদিন যারা পদাধিকারী ছিলেন তাঁরা আর কোনও পদে থাকলেন না। পরবর্তীকালে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে দলের মহাসচিব পর্যন্ত সব পদাধিকারীদের নাম জানাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো জানিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনকেও।

Topics

Mamata Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles