Home খেলাধুলাক্রিকেট তৃণমূলে মনোজের পাল্টা, বিজেপিতে এসে দিন্দা বললেন, বন্ধুত্ব অটুট থাকবে

তৃণমূলে মনোজের পাল্টা, বিজেপিতে এসে দিন্দা বললেন, বন্ধুত্ব অটুট থাকবে

by Kolkata Today

নিজস্ব প্রতিবেদন: মনোজ তিওয়ারি তৃণমূলে যোগ দেওয়ার দিনই অশোক দিন্দা যোগ দিলেন বিজেপিতে। তৃণমূলে মনোজের পাল্টা হিসাবেই যেন দিন্দাকে নিজেদের দলে টানল বিজেপি। সেলুলয়েডের মতো ময়দানের সবুজেও ঘাসফুল বনাম পদ্মফুল। বিজেপিকেই বাছলেন কেন প্রশ্ন করায় বাংলার হয়ে দীর্ঘ ১৬ বছর ঘাম ঝরানো দিন্দা কলকাতা টুডে-কে বলেন, ‘আমার বিজেপিকেই পছন্দ প্রথম থেকে। এখানে নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো নেতা আছেন। এরাই একমাত্র দল, যারা ভাল কিছু করার জন্য ভাবে ও ভাল কিছু করার ক্ষমতা রাখে। তাছাড়া বিজেপি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল।’

মেদিনীপুর দিন্দার নিজের এলাকা। আসন্ন বিধানসভা নির্বাচনে সেখান থেকে কি টিকিট পাওয়ার আশা করছেন? অথবা বিজেপিতে অন্য কোনও পদের প্রত্যাশা? দিন্দার জবাব, ‘আমি সাধারণ কর্মীর মতোই কাজ করব, মানুষের পাশে থাকাই আমার লক্ষ্য ও কর্তব্য।’

মেদিনীপুর শুভেন্দু অধিকারীরও এলাকা। শুভেন্দুকে নিজের রাজনৈতিক গুরু মেনেই নতুন ইনিংসে দাপট দেখাতে চাইছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার। রাজনীতির মঞ্চে তাঁকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিজেপি নেতাদের ধন্যবাদ জানাচ্ছেন দিন্দা। একদা সতীর্থ এখন ভোটের ময়দানে প্রতিপক্ষ। কারণ মনোজ এদিন যোগ দিলেন তৃণমূলে, আর দিন্দা বিজেপিতে। তবে দুজন আলাদা দলে যোগ দিলেও সম্পর্ক স্বাভাবিক থাকবে। বন্ধুত্বে চিড় ধরবে না বলেই দাবি করলেন বাংলার প্রাক্তন পেসার। ‘কলকাতা টুডে’কে ফোনে দিন্দা বললেন, ‘মনোজের সঙ্গে আমার সকালেই কথা হয়েছে। ওঁর অন্য দলে যোগ দেওয়া নিয়ে আমি বেশি কিছু বলব না। আমি বাড়ির সকলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা দুজনে আলাদা দলে থাকলেও আমাদের সম্পর্ক, বন্ধুত্ব ঠিক থাকবে।’

সদ্য অবসর নিয়েছেন। রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করছেন দিন্দা। তাতে অবশ্য আত্মজীবনী লিখা বা নিজের ক্রিকেট অ্যাকাডেমি শুরু করার পরিকল্পনা ধাক্কা খাবে না বলেই জানালেন মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে বাংলা ও ভারতীয় দলে প্রতিনিধিত্ব করা নৈছনপুর এক্সপ্রেস।

Related Articles

Leave a Comment