Home খেলাধুলাক্রিকেট দুরন্ত শুভমন ও রোহিতকে হারিয়ে সিডনিতে লড়ছে ভারত

দুরন্ত শুভমন ও রোহিতকে হারিয়ে সিডনিতে লড়ছে ভারত

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ সিডনি টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়াকে ভাল জায়গায় রাখলেন স্টিভ স্মিথ। ফর্মে ফিরলেন, সেঞ্চুরি হাঁকালেন। ১৫ মাস পর টেস্ট সেঞ্চুরি করলেন অজি তারকা ব্যাটসম্যান। ২৭তম টেস্ট সেঞ্চুরিতে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে। স্মিথ (১৩১), লাবুশানের (৯১) চওড়া ব্যাটে সিডনিতে প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া তোলে ৩৩৮ রান। স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ভর করে তিনশো রানের গণ্ডি পার করে তারা। রবীন্দ্র জাদেজার ৪ উইকেট, বুমরাহ ও অভিষেক টেস্টে নবদীপ সাইনির ঝুলিতে ২ উইকেট।

ভারতের হয়ে শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরিও পেয়ে যান তিনি। কিন্তু দিনের শেষ অবধি থাকতে পারেননি তাঁরা। শুভমন (৫০) হাফসেঞ্চুরি করেই আউট হন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম হাফসেঞ্চুরি ভারতীয় তরুণ ব্যাটসম্যানের।

রোহিত ফেরেন ব্যক্তিগত ২৬ রানে। চেতেশ্বর পূজারা (৯ রানে অপরাজিত) এবং অজিঙ্ক রাহানের (৫ রানে অপরাজিত) দিকেই এখন তাকিয়ে ভারত। দিনের শেষে ভারতের স্কোর ৯৬/২। এখনও ২৪২ রানে পিছিয়ে ভারত।

ভারতের হয়ে ৪ উইকেট নেওয়া ছাড়াও দুরন্ত থ্রোয়ে স্মিথকে রান-আউট করেন জাদেজা।

Related Articles

Leave a Comment