Home খেলাধুলাক্রিকেট দ্রাবিড়ের জন্মদিনে বীরগাথা বিহারি-অশ্বিনের, সিডনিতে স্মরণীয় ড্র

দ্রাবিড়ের জন্মদিনে বীরগাথা বিহারি-অশ্বিনের, সিডনিতে স্মরণীয় ড্র

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ স্মরণীয় ড্র করল ভারত। ম্যাচ বাঁচানোর স্মরণীয় লড়াই করে ইতিহাসে নাম তুললেন হনুমা বিহারি, রবিচন্দ্রন অশ্বিন। ভোলা যাবে না ঋষভ পন্ত, চেতেশ্বর পূজারার অনবদ্য ইনিংস। সিরিজ ১-১ রেখেই আগামী শুক্রবার থেকে ব্রিসবেনের গব্বায় অজিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ে নামবে আজিঙ্ক রাহানের ভারত।

হনুমা বিহারি করেছেন মাত্র ২৩ রান। অন্যদিকে, রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে এসেছে ৩৯ রান। কিন্তু এটা বিষয় নয়। কিন্তু গল্প দুজনের রানের পাশের কলামে। অশ্বিন-বিহারি দুই ব্যাটসম্যান মিলে খেলেছেন মোট ২৮৯ বল। অর্থাৎ প্রায় ৪৯ ওভার। ঋষভ পন্ত ও চেতেশ্বর পূজারা আউট হওয়ার পর যে জয় সময়ের অপেক্ষা ভেবেছিল অস্ট্রেলিয়া, তাতে জল ঢেলে দিলেন এই দুই ব্যাটসম্যান। সিডনি দেখল দুই যোদ্ধার চোয়াল চাপা লড়াই। রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান হনুমা বিহারি। পেশির টান উপেক্ষা করে হ্যামস্ট্রিং বেঁধে খেলে গেলেন বিহারি। অন্যদিকে, কামিন্স-হ্যাজেলউডদের বাউন্সার বুকে খেয়েও পঞ্চম দিনের শেষ বল পর্যন্ত লড়াই করে গেলেন অশ্বিন। সিডনি টেস্টের পঞ্চম দিন দেখাল টেস্ট ক্রিকেটের আসল রোমান্টিকতা।

ঋষভ পন্ত (১১৮ বলে ৯৭)-এর দুরন্ত ক্যামিও ইনিংসে ভারত ম্যাচে ফিরে এসেছিল। ছন্দে ফিরলেন পূজারা (৭৭)। কিন্তু পন্ত-পূজারা আউট হওয়ার পর ভারত জয়ের আশা ছেড়ে দেয়। কিন্তু বাকি ৫ উইকেটে টিকে থাকতে হত একটা সেশনেরও বেশি সময়। প্রায় সাড়ে তিন ঘণ্টা। তার উপর হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় দৌড়তে পারছিলেন না হনুমা বিহারি। ঠিক করেন, ক্রিজে দাঁড়িয়ে থেকে খেলবেন। রান হল না, আবার উইকেটও পড়ল না। অশ্বিন-হনুমা বিহারি জানতেন, আঙ্গুল ভাঙা জাদেজা পরে আছেন। ভাঙা আঙ্গুল নিয়ে জাড্ডুর পক্ষে কাজটা কঠিন হবে। তাই যা করার তাঁদেরই করতে হবে। ঠিক সেটাই হল।

রাহুল দ্রাবিড়ের জন্মদিনে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এর থেকে ভাল উপহার আর কিছুই হতে পারত না। একটা সময়ে অস্ট্রেলিয়ার মাঠে যে কাজটা নিয়মিত করতেন দ্রাবিড়, এদিন এসসিজি-তে সেটাই করে দেখালেন হনুমা বিহারি, রবি অশ্বিন। সিরিজ ১-১ রেখেই ব্রিসবেন যাচ্ছে রাহানে অ্যান্ড কোং। শুক্রবার থেকে গব্বায় শুরু সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট। সেখানে যাওয়ার আগেই বিতর্কিত সিডনি টেস্টের শেষ দিন ভারত যে লড়াই করল তাকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটবিশ্ব।

Related Articles

Leave a Comment