Home সংবাদসিটি টকস বাংলা দখলের লক্ষ্যে অমিত শাহের অস্ত্র নেতাজি

বাংলা দখলের লক্ষ্যে অমিত শাহের অস্ত্র নেতাজি

by Kolkata Today

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: অমিত শাহর দুদিনের বঙ্গ সফর চলছে। শুক্রবার ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরের দ্বিতীয় দিন। আর এদিনই তিনি জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে যোগ দেন। দক্ষিণ কলকাতার আলিপুরের এই ঐতিহ্যশালী ভবনেই অমিত শাহ উদ্বোধন করেছেন ৩টি বিশেষ গ্যালারির, যা দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি উত্‍সর্গ করা হয়েছে। এদিন সেই গ্যালারির উদ্বোধন করার পাশাপাশি সেখান থেকে একটি সাইকেল র‍্যালিরও উদ্বোধন করেন শাহ।

শুক্রবার ন্যাশানাল লাইব্রেরিতে গিয়ে অমিত শাহ বলেন, ‘দেশকে পথ দেখিয়েছেন সুভাষজি। তাই সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালন করছে কেন্দ্র। তার জন্য তৈরি হয়েছে বিশেষ কমিটিও। সুভাষজি আজও সকলের অনুপ্রেরণা। তাঁকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। লোকপ্রিয় নেতা ছিলেন, গান্ধীজির প্রার্থীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি জনমানসে চিরস্মরণীয় হয়ে আছেন। কিন্তু এই দেশনায়কের অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সুভাষবাবু যদি আজ নিজের কেরিয়ারের কথা ভাবতেন তাহলে কে দিতেন স্বাধীনতার অনুপ্রেরণা। তাঁর অবদানকে ভোলা যাবে না। সুভাষচন্দ্র বসু আজও সকলের প্রেরণা। যদি কেরিয়ারের কথা ভাবতেন সুভাষবাবু, তাহলে কে স্বাধীনতা দিত? কেন্দ্র স্মরণ করছে ক্ষুদিরামের মতো বিপ্লবীদেরও। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ওঠা কী খুব সোজা! ওঁরা তা করে দেখিয়েছে।’

এরই পাশাপাশি শাহ জানান, ‘ইতিহাসকে ফিরে দেখা জরুরি। বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ করে তুলতে হবে। যুবাদের মধ্যে দেশভক্তি জাগাতে হবে। বিপ্লবীদের শ্রদ্ধা করেন স্মরণ করেন এমন যুবাই চাই দেশে। সেই দেশভক্তি জাগাতেই আয়োজন করা হয়েছে সাইকেল র‍্যালির। ৩ ভাগে রওনা দেবেন সাইকেল আরোহীরা। বাংলার বিপ্লবীদের গ্রামে গ্রামে যাবেন। বিপ্লবীদের স্মরণ করবে যুব প্রজন্ম।’ সেই সঙ্গে অমিত শাহ বোঝানোর চেষ্টা করলেন, তাঁদের সরকার নেতাজির স্মৃতিকে সংরক্ষণের সবরকম পদক্ষেপ করেছে।’

Related Articles

Leave a Comment