Home খেলাধুলাক্রিকেট বিলেতের মাটিতে ভারত বনাম ভারত, বিরাট বনাম রাহানে! কীভাবে? জানতে পড়ুন

বিলেতের মাটিতে ভারত বনাম ভারত, বিরাট বনাম রাহানে! কীভাবে? জানতে পড়ুন

by Kolkata Today

চেন্নাই, ২৮ জানুয়ারি: ঘরের মাঠে তিন ফটম্যাটে আসন্ন সিরিজ খেলার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ড যেতে হতে পারে বিরাট কোহলির ভারতকে। ফাইনাল খেলার সম্ভাবনা যেহেতু বেশি ভারতের। কিন্তু লর্ডসে ফাইনাল খেলার পর বিলেতেই থেকে যেতে হবে ভারতকে। কারণ, অগাস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে গিয়ে পাঁচ টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু টেস্ট সিরিজ শুরুর আগে বিলেতে দুটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিরাটের দল। এবং নজিরবিহীনভাবে প্রস্তুতি ম্যাচে ভারতীয়দের প্রতিপক্ষ ইংল্যান্ডের কোনও দল নয়। বরং ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচ ভারতীয় দল খেলবে নিজেদের বিরুদ্ধেই। ভাবছেন এটা কেন? আসলে ইংল্যান্ডে কোভিডের নতুন স্টেনের সংক্রমণের কারণেই প্রস্তুতি ম্যাচের ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই ও ইসিবি। তাই বিলেতে টেস্ট সিরিজের ওয়ার্ম আপ ম্যাচটা হতে পারে ‘অল ইন্ডিয়া ডুয়েল। অর্থাৎ ভারত বনাম ভারত। সেখানে দুটো দলের অধিনায়কত্ব করতে পারেন বিরাট কোহলি ও আজিঙ্ক রাহানে।

৫ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত৷ এই মুহূর্তে দুই দলই চেন্নাইয়ে রয়েছে৷ চার টেস্টের সিরিজে শুরু চিপকে ৫ ফেব্রুয়ারি৷ দ্বিতীয় টেস্টটিও হবে এখানে৷ বুধবারই দুই দলের ক্রিকেটাররা চেন্নাই পৌঁছেছেন৷ শ্রীলঙ্কা সফর শেষ করে কলম্বো থেকে সরাসরি চেন্নাইয়ে পৌঁছেছে রুটবাহিনী৷ আর ভারতীয় ক্রিকেটাররা যে যার বাড়ি থেকে বুধবার চেন্নাইয়ে টিম হোটেলে যোগ দিয়েছেন৷

ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে সিরিজের পর চলতি বছরের অগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে যাবে ভারত৷ সেখানে পাঁচ টেস্টের সিরিজ খেলবেন বিরাট-রাহানেরা৷ বিরাটদের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি দেবে ভারত-এ দলও৷ সেখানে ভারত-এ দলের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া৷ চারদিনের প্রথম প্রস্তুতি ম্যাচটি হবে ২১ জুলাই ওয়ানটেজ রোডে৷ আর দ্বিতীয় ম্যাচটি খেলবে ২৮ জুলাই থেকে গ্রেস রোডে৷

ইংল্যান্ড সফরে বিরাটদের পাঁচ টেস্টের সিরিজ শুরু হবে ৪ অগস্ট নটিংহ্যামে৷ দ্বিতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচ হবে লন্ডনে যথাক্রমে ১২-১৬ অগস্ট এবং ২-৬ সেপ্টেম্বরে৷ আর তৃতীয় এবং পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট ম্যাচটি হবে লিডস (২৫-২৯ অগস্ট) ও ম্যাঞ্চেস্টারে (১০-১৪ সেপ্টেম্বর)৷ তবে তার আগে ঘরের মাঠে রুটদের সঙ্গে টক্কর নিয়ে নামছে টিম ইন্ডিয়া৷ সদ্য অস্ট্রেলিয়ায় চার টেস্টের সিরিজ জিতে ফিরেছে ভারতীয় দল৷ প্রথম টেস্টের পর বিরাট পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরলেও অজিঙ্ক রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ চার টেস্টের সিরিজ জেতে টিম ইন্ডিয়া৷

Related Articles

Leave a Comment