কলকাতা টুডে ব্যুরো:দ্রুত স্কুল খুলে দেওয়া হোক বলে রাজ্য সরকারকে পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিত্ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্টে দেখা যাচ্ছে, স্কুলে না যেতে পেরে ৯০ শতাংশ পড়ুয়ার রিডিং লেভেল ১০ শতাংশ পড়ে গিয়েছে। সার্বিক শিক্ষার মান পড়েছে। এই আলোচনাচক্রে রাজ্য সরকারকে পরামর্শ দিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, “অবিলম্বে স্কুল খুলে দেওয়া হোক। শিক্ষকদের সিলেবাস নিয়ে ভাবার দরকার নেই। শিশুদের খামতি দেখে আগে সেটা মেটানো দরকার। স্কুলে না দিয়ে অনভ্যাস তৈরি হচ্ছে।”
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট বা বার্ষিক শিক্ষার মানের রিপোর্ট প্রকাশ করে তিনি স্কুলের শিক্ষার করুণ ছবি তুলে ধরেছেন। কলকাতার একটি হোটেলে এদিন সাংবাদিক বৈঠক করে লিভার ফাউন্ডেশন। আমেরিকা থেকে ভারচুয়ালি সেই বৈঠকে যোগ দিয়েছিলেন অভিজিৎ বিনায়ক । তিনি বলেন, “পঞ্চম শ্রেণির পড়ুয়ারা দ্বিতীয় শ্রেণির অঙ্ক করতে পারছে না। যে পদ্ধতিতে পড়ানো হচ্ছে, তাতে ছাত্রছাত্রীদের একটা অংশ ক্রমশই পিছিয়ে পড়ছে। আর একবার পিছিয়ে গেলে সেই শূন্যস্থান আর পূরণ হচ্ছে না। তার ফলে বাড়ছে স্কুলছুটের সংখ্যাও। যা কোনও রাজ্য তথা দেশের জন্যই স্বস্তিকর ছবি নয়। আর সেই কারণেই দ্রুত স্কুল খোলার পক্ষে সওয়াল করলেন তিনি।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০,মৃত্যু ৩২ জনের
করোনাভাইরাসের একের পর এক ধাক্কার জেরে বন্ধ হয়েছে স্কুলের পঠনপাঠন। এই নিয়ে বাংলায় বিরোধীরা রাজ্য সরকারকে স্কুল খোলার জন্য চাপ দিচ্ছেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই খোলা হবে স্কুল বলে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নবম–দ্বাদশ শ্রেণি পর্যন্ত খোলা হয়ে স্কুল। প্রাথমিক পড়ুয়াদের জন্য পাড়ায় শিক্ষালয় চালু হয়েছে।
Topics
Abhijit Binayak Banerjee Nobel Laureate Schools Administration Kolkata