Home সংবাদসিটি টকস শর্তসাপেক্ষে সাগরে স্নানের অনুমতি দিল হাইকোর্ট, জোর ই-স্নানে

শর্তসাপেক্ষে সাগরে স্নানের অনুমতি দিল হাইকোর্ট, জোর ই-স্নানে

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ শর্তসাপেক্ষে গঙ্গাসাগরে স্নানের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। জলে ডুব দিয়ে সমুদ্রে স্নানের অনুমতি দিলেও ই-স্নানের উপরেই জোর দিতে বলল উচ্চ আদালত। ঘরে বসে সাগরের জল পেতে চাইলে, স্বল্পমূল্যে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়।

করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা হবে কি না বা পুণ্যার্থীরা সাগরস্নান করতে পারবেন কি না, তা নিয়ে বুধবার একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। দুপুরের দিকে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল আদালতে হলফনামা জমা দেন। কিন্তু সেই হলফনামা সন্তুষ্ট করতে পারেনি বিচারপতি বন্দ্যোপাধ্যায়কে।

তিনি বলেন, ‘রাজ্য সরকার ই-স্নানের ব্যবস্থা করেছে। কিন্তু এটা সমস্যার উত্তর হতে পারে না। স্বাস্থ্যসচিব কি বিকল্প কোনও বৈজ্ঞানিক উপায় বার করতে পারবেন?’ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘নদী থেকে দূরে ব্যবস্থা হয়েছে স্নানের।’ দ্বিতীয় হলফনামা জমা দেওয়ার পর বিকেল ৪টে নাগাদ ফের শুনানি হয়। তাতে সাগরে স্নানের অনুমতি দিয়েছেন বিচারপতি।

তবে ই-স্নানের উপরেই বেশি জোর দিতে বলেছেন তিনি। তার জন্য কম খরচে স্নানের সামগ্রীও ন্যূনতম পরিবহণ খরচের বিনিময়েই পুণ্যার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Comment