Home খেলাধুলাক্রিকেট শুক্রবার চেন্নাইয়ে সিরিজ শুরুর আগেই ইংল্যান্ড শিবিরে ধাক্কা

শুক্রবার চেন্নাইয়ে সিরিজ শুরুর আগেই ইংল্যান্ড শিবিরে ধাক্কা

by Kolkata Today

চেন্নাই, ৪ ফেব্রুয়ারি: শুক্রবার থেকে চিপকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চার টেস্টের সিরিজ৷ কিন্তু বাইশ গজে বল গড়ানোর আগেই ইংরেজ শিবিরে জোর ধাক্কা৷ চোটের জন্য প্রথম দু’টি টেস্টের দল থেকে ছিটকে গেলন ইংল্যান্ড ওপেনার জ্যাক ক্রলি৷ গত মঙ্গলবার ড্রেসিংরুম থেকে মাঠে প্র্যাকটিসে নামার সময় মেঝেতে পা পিছলে পড়ে যান ক্রলি। পড়ে গিয়ে কবজিতে চোট পান ইংলিশ ওপেনার। বুধবার দলের সঙ্গে অনুশীলন করেননি। বৃহস্পতিবার ইংল্যান্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, জ্যাক ক্রলিকে প্রথম দু’টি টেস্টে পাওয়া যাবে না। বিবৃতিতে জানানো হয়, ‘স্ক্যান রিপোর্ট অনুযায়ী ক্রলির ডান হাতের কবজির চোট গুরুতর৷ ফলে প্রথম দু’টি টেস্টে ও খেলতে পারবে না৷’

ক্রলি চোট পেয়ে ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের ইনিংস শুরু করতে পারেন জো বার্নস এবং ডম সিবলি। ৫ই ফেব্রুয়ারি শুক্রবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। ক্রলির এটাই প্রথম ভারত সফর। ১০টি টেস্ট খেলা ইংরেজ ওপেনারের টেস্টে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ৬১৬ রান করা ক্রলির ঝুলিতে রয়েছে একটি ডাবল সেঞ্চুরি৷ যা তিনি করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে।

সিরিজের প্রথম টেস্ট থেকেই ইংল্যান্ড ইনিংসের সূচনা করার কথা ছিল ক্রলির৷ তবে ইংল্যান্ডের ইনিংসের সূচনা করেন রবি বার্নস৷ যিনি পিতৃত্বকালীন ছুটিতে থাকায় শ্রীলঙ্কা সিরিজে খেলেননি৷ তবে দু’দিন আগেই ফিটনেস পরীক্ষায় সফল হয়ে দলে ঢুকেছেন ওলি পোপ৷ তিন নম্বরে খেলতে পারেননি৷ তবে ইংলিশ মিডিয়ার খবর, তিন নম্বরে বেন স্টোকসকে খেলাতে পারে ইংল্যান্ড৷ সেক্ষেত্রে সাত নম্বরে খেলতে পারেন মইন আলি অথবা ক্রিস ওকস৷

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ জিতে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড৷ ২-০ লঙ্কা জয় করে বিরাট কোহলিদের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড৷ ভারতও অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে ঘরের মাঠে খেলতে নামছে৷ ফলে হাড্ডাহাড্ডির লড়াইয়ের প্রতাশা এই সিরিজে৷ ভারত-ইংল্যান্ড সিরিজের উপর নির্ভর করছে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল৷ এই সিরিজে ভারত ইংল্যান্ডকে ২-১ বা তার বেশি ব্যবধানে হারাতে পারলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যাবে ভারত৷

Related Articles

Leave a Comment