Home খেলাধুলাক্রিকেট সর্দার বল্লভভাই প্যাটেলের নাম মুছে গুজরাটের মোতেরা হল, নরেন্দ্র মোদী স্টেডিয়াম

সর্দার বল্লভভাই প্যাটেলের নাম মুছে গুজরাটের মোতেরা হল, নরেন্দ্র মোদী স্টেডিয়াম

by Kolkata Today

নিজস্ব প্রতিবেদনঃ ক্রিকেট থেকে অবসর না নিয়েও রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করে দিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার প্রাক্তন অধিনায়ক এখন রাজনীতি অর্থাৎ তৃণমূল কংগ্রেস নিয়ে ভাবতে চান। রাজনীতিতে যোগ দিয়ে মনোজ তিওয়ারি মোটামুটি বুঝিয়েই দিলেন, তিনি খুব শীঘ্রই ক্রিকেট ছাড়তে চলেছেন। তাঁর হাঁটুর অবস্থা ভাল নয়। ফলে চলতি বিজয় হজারে ট্রফিতে খেলছেন না। ভারতীয় দল তো অনেক দূরের কথা, ভবিষ্যতে আবার কবে বাংলার জার্সি গায়ে মাঠে নামবেন সেই নিশ্চয়তাও নেই। তাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হয়ে ব্যাট করতে চান মনোজ। ‘কলকাতা টুডে’কে হোয়াটস্যাপ মেসেজে জানিয়ে দিলেন প্রাক্তন বঙ্গ অধিনায়ক।

হুগলির সাহাগঞ্জে মুখ্যমন্ত্রীর জনসভায় তৃণমূলে যোগ দিয়ে মনোজ তিওয়ারি বলে দিলেন, ‘এই মুহূর্তে ক্রিকেট নিয়ে একেবারেই ভাবছি না। কারণ আমার হাঁটুর অবস্থা ভাল নয়। এই চোট সারতে অনেকটা সময় লাগবে। তাই বিজয় হজারে ট্রফিতে খেললাম না। আসলে এবারের মতো ক্রিকেট মরসুম আমার কাছে শেষ হয়ে গিয়েছে। গত দু’বছর আইপিএলও খেলছি না। জাতীয় দলে ফেরার আশাও ছেড়ে দিয়েছি অনেক আগে। সবার ভাগ্য তো আরসমান হয় না। তাই অনেক ভেবেচিন্তে পরিবার-বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ করে সিদ্ধান্ত নিইনি।’

মনোজ নিজেই জানালেন, দু-বছর আগে লোকসভা নির্বাচনের সময় দিদি তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার কথা বলেছিলেন। সে বার না হলেও এবার আর মুখ্যমন্ত্রীর কথা ফেলতে পারেননি।

রাজনীতির ময়দানে অনেক কঠিন লড়াই। ক্রিকেটের বাইশ গজের থেকে অনেক বেশি বাউন্সার সামলাতে হবে রাজনীতির বাইশ গজে। ভোটের মুখে ‘খেলা হবে’ স্লোগান ঘুরছে। অনেক বেশি বোলার, ফিল্ডারদের আক্রমণ ধেয়ে আসবে। এই প্রসঙ্গে মনোজ বলেন, ‘জানি লড়াইয়ের ময়দান অনেক আলাদা। ক্রিকেটে ১১ জনের বিরুদ্ধে লড়তে হয়েছে। এখানে সেই সংখ্যাটা অনেক। আমি মানুষের জন্য কাজ করব। তারজন্য ব্যক্তিগত আক্রমণও ঠিক সামলে নিতে পারব। সিনিয়রদের দেখেই শিখে নেব। রাজনীতির মঞ্চে না-হলেও ‘খেলাটা’ তো আমি জানি।’

Related Articles

Leave a Comment