Home খেলাধুলাক্রিকেট ‘৮৩’ মুক্তি পাচ্ছে কবে? জানিয়ে দিলেন স্বয়ং ‘কপিল’

‘৮৩’ মুক্তি পাচ্ছে কবে? জানিয়ে দিলেন স্বয়ং ‘কপিল’

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে অপেক্ষার অবসান। জানিয়ে দেওয়া হল কবে মুক্তি পাবে কবীর খান পরিচালিত ‘স্পোর্টস ড্রামা’ ‘৮৩’, জানালেন খোদ ছবির নায়ক কপিল দেবের ভূমিকায় অভিনয় করা রণবীর সিংহ।

আগামী ৪ জুন বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার রণবীর লেখেন, ‘৪ জুন, ২০২১!!!! হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় । দেখা হচ্ছে সিনেমায়।’ এর সঙ্গেই ‘#দিজইজ৮৩’ হ্যাশট্যাগ জুড়ে দেন রণবীর। পোস্টে ছবির পুরো টিমকে ট্যাগ করে, তাঁদের সঙ্গেও ভাগ করে নেন এই সুখবর।

১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমে ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনি অবলম্বনে এই ছবি। চিরস্মরণীয় সেই জয়ের অন্যতম নায়ক এবং বিশ্বকাপ জয়ী তৎকালীন অধিনায়ক কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রণবীরকে।

কপিলের স্ত্রী রোমি দেবের ভূমিকায় অভিনয় করবেন দীপিকা পাড়ুকোণ। এ ছাড়াও পঙ্কজ ত্রিপাঠি, বোমান ইরানি, সাকিব সালিম, হার্ডি সান্ধু, তাহির রাজ ভাসিন, যতিন শরণার মতো অভিনেতাদেরও দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে।

Related Articles

Leave a Comment