ব্রিসবেন, ১৭ জানুয়ারি: টেস্ট দলে ছিলেন না। অশ্বিন চোট না পেলে ব্রিসবেনে টেস্ট অভিষেকই হত না। অশ্বিনেরই শহরের ওয়াশিংটন গাব্বায় স্বপ্নের অভিষেক ঘটিয়ে শোরগোল ফেলে দিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে অলরাউন্ড পারফরম্যান্স করে একাধিক নজির গড়লেন ওয়াশিংটন সুন্দর৷ সাত নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করে ভারতীয় এই অল-রাউন্ডার ভাঙলেন ১১০ বছরের পুরনো রেকর্ড। অস্ট্রেলিয়ায় কোনও সফরকারী দলের ব্যাটসম্যান হিসাবে টেস্ট অভিষেকে সাত নম্বরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের মালিক হলেন ওয়াশিংটন সুন্দর। এর আগে এই রেকর্ড ছিল ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক ফস্টারের৷ ১৯১১ সালে অস্ট্রেলিয়াতে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে অভিষেক টেস্টে ৭ নম্বরে নেমে এক ইনিংসে সর্বাধিক ৫৬ রান ছিল ফস্টারের দখলে। রবিবার গাব্বায় সেই রেকর্ড ভাঙলেন ওয়াশিংটন৷ ভারতীয় অফ-স্পিনার অল-রাউন্ডার করলেন ৬২ রান।
রবিবার গাব্বায় শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে ৩৩৬ রান তুলছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে ৩৩ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া৷ দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর তৃতীয় দিনের শেষে বিনা উইকেটে ২১৷ কিন্তু ব্যাট হাতে ঠাকুর-সুন্দর রুখে না-দাঁড়ালে এই তৃতীয় দিনের শেষেই ভারতের সামনে বড় রানের লিড পেয়ে যেত অস্ট্রেলিয়া। দলের প্রথম ছয় ব্যাটসম্যান ১৮৬ রানে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরও ভারতকে সাড়ে তিনশোর দোরগোড়ায় পৌঁছে দেন এই দু’জনে৷ সপ্তম উইকেটে ১২৩ রান যোগ করে ভারতে ম্যাচে ফেরান ঠাকুর ও সুন্দর৷ অভিষেক টেস্টে সুন্দরের অনবদ্য ৬২ এবং কামব্যাক টেস্টে ঠাকুরের ৬৭ রানের লড়াই স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটপ্রেমীদের৷
ব্যক্তিগত ২৩ রানে ঋষভ পন্ত আউট হওয়ার পর মনে হয়েছিল ভারতের ইনিংস দু’শোর গণ্ডি টপকাতে পারবে না৷ কিন্তু সেখান থেকে টিম ইন্ডিয়াকে সহজেই তিনশোর গণ্ডি টপকাতে সাহায্য করেন দলের সাত ও আট নম্বর ব্যাটসম্যান। আক্রমণাত্মক ইনিংস খেলেন শার্দুল৷ ১১৫ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি মারেন তিনি৷ এদিন টেস্টে ক্রিকেটে তাঁর প্রথম হাফ-সেঞ্চুরিটি করেন শার্দুল৷ এর আগে একটি মাত্র টেস্ট খেলেছিলেন তিনি৷ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর এবার ব্রিসবেনে কেরিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নামেন শার্দূল।
সুন্দরের লড়াই আরও চমৎকার৷ অভিষেক টেস্টে গাব্বায় বল হাতে তিন উইকেট এবং ব্যাটে দুরন্ত হাফ-সেঞ্চুরি করে নজির গড়েন তিনি৷ দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি এবং বল হাতে তিন বা তার বেশি উইকেট নিয়ে দাত্তু ফাদকরকে ছুঁয়ে ফেললেন সুন্দর। ১৯৪৭-৪৮ মরশুমে ভারতের প্রথম অস্ট্রেলিয়া সফরে সিডনিতে বল হাতে ১৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন দাত্তু ফাদকর। ব্যাট হাতে করেছিলেন ৫১ রান।