নিজস্ব প্রতিনিধিঃ ইস্টবেঙ্গল কোচের দায়িত্ব নিয়েই রবি ফাওলার বলেছিলেন, সুযোগ পেলেই লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপের সঙ্গে কথা বলবেন। অবশেষে সেই সুযোগ এল। তার টিজার বা ঝলক প্রকাশ করল ইস্টবেঙ্গল মিডিয়া। ক্লপ-ফাওলারের সম্পূর্ণ কথোপকথন শোনা যাবে আগামী সোমবার। বৃহস্পতিবার ভিডিও কলে কথা হয় দু’জনের। তার আগে এসসি ইস্টবেঙ্গল ক্লাবের চিত্রগ্রাহক তথা লিভারপুল ভক্ত তন্ময়ের সঙ্গে লিভারপুল কোচের পরিচয় করিয়ে দেন রেডদের প্রাক্তন তারকা রবি ফাওলার।
শুক্রবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে শনিবার খেলতে নামবে লিভারপুল। বড় ম্যাচের আগে লিভারপুল কোচ ক্লপকে শুভেচ্ছা জানালেন অ্যানফিল্ডের লেজেন্ড ফাওলার।
স্বাভাবিকভাবেই ইউনাইটেডের বিরুদ্ধে লিভারপুলকেই এগিয়ে রাখলেন ফাওলার। এ মরসুমে ১৭ ম্যাচের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানেই রয়েছে লিভারপুল ৩৩ পয়েন্ট নিয়ে। তাই শনিবারের ম্যাচ যে দারুণ উপভোগ্য হবে তা ভালই জানেন ইস্টবেঙ্গল কোচ।
এই ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে ফাওলার বলেন, ‘আমি অনেক এমন ম্যাচ খেলেছি, অনেক গোলও করেছি। তাই জানি এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে লিগ তালিকায় পিছিয়ে থাকা লিভারপুলের কাছে। এই ম্যাচ জিততে পারলে ইপিএলে শীর্ষে চলে যেতে পারে লিভারপুল।’