Home ভিডিও অভিষেকের ডায়মন্ড মডেল নিয়ে সরগরম রাজনৈতিক মহল

অভিষেকের ডায়মন্ড মডেল নিয়ে সরগরম রাজনৈতিক মহল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:ডক্টর অন হুইলস, কনটেইনমেন্ট বাড়তি নজরদারি, বাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দুটি করে মাস্ক বাধ্যতামূলক, বাড়তি করোনা পরীক্ষা, জমায়েত মিটিং মিছিল বাতিল- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল রাজ্যে পথ দেখাচ্ছে। এমনটাই দাবি করছে শাসক শিবির।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান

এই পরিস্থিতিতে স্বামী বিবেকানন্দের জন্মদিনে অভিনব কর্মসূচি নেওয়া হয়। একটি টুইটও করেছিলেন অভিষেক। লিখেছিলেন, “স্বামী বিবেকানন্দের জন্মদিনে জানাই, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কড়া পদক্ষেপের পাশাপাশি অভিনব উপায়ে করোনা মোকাবিলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজই ৩০ হাজার করোনা পরীক্ষা হবে।”

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২২,১৫৫,কলকাতায় পজিটিভিটি রেট ৬০.২৯ শতাংশ

পরে আরও একটি টুইট করেন তিনি।দিনের শেষে অভিষেক বন্দ্য়োপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, একদিনে ৫০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে বিবেকানন্দকে সম্মান জানানো হয়েছে। এ দিন সারাদিনে মোট ৫৩ হাজার ২০৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে বলে দাবি সাংসদের। তবে তাতে কত শতাংশের ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে, তা স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ উত্তরাখণ্ড পারলেও পশ্চিমবঙ্গ পারে না,’ গঙ্গাসাগর নিয়ে মমতা সরকারকে কটাক্ষ সুজন চক্রবর্তীর

এই উদ্যোগকে কটাক্ষ করে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “জুতো মেরে গরু দান হচ্ছে। সংক্রমণ আগে বাড়িয়ে দিয়ে এখন হুইলস চলছে। স্বাভাবিকভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে সরকারি স্বাস্থ্য পরিকাঠামো আছে, তার পরিষেবা এখন কী অবস্থায় আছে? এক জায়গার আলো নিভিয়ে অন্য জায়গার আলো জ্বালানো হচ্ছে।”

আরও পড়ুনঃ স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী-মেয়র

অন্যদিকে, বাম নেতা সুজন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, ‘ভাইপো করছেন, পিসি কেন নয়!’

Topics

Abhishek Banerjee  Covid19 Vaccine  Health Kolkata

Related Articles

Leave a Comment