নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় টি-টোয়েন্টিতে বাংলার ম্যাচের দিন বৃহস্পতিবার দুপুরে কোচ অরুণ লালের মাতৃ বিয়োগ। তবু চলতি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলার জয়ের হ্যাটট্রিক আটকাল না। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে অপেক্ষাকৃত কমজোরি হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল বাংলা।
ম্যাচ জিতলেও ৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবেই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে বঙ্গব্রিগেডকে। কারণ, এদিন ওড়িশার বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেল তামিলনাড়ু। ৩ ম্যাচ খেলে দীনেশ কার্তিকের দলেরও পয়েন্ট ১২। কিন্তু রান রেটের বিচারে শীর্ষে তামিলনাড়ু।
বল হাতে আগুন ঝরিয়ে এদিন বাংলার জয়ে মুখ্য ভূমিকা নিলেন দুই বঙ্গ পেসার ঈশান পোড়েল ও আকাশদীপ সিং। দুজনের ঝুলিতেই ৪টি করে উইকেট।
তবে মিডল অর্ডার ফের একবার ব্যর্থ হলেও ত্রাতার ভূমিকা নিলেন সহ-অধিনায়ক শ্রীবৎস গোস্বামী। ৪৮ বলে অপরাজিত ৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে জেতালেন শ্রীবৎস। ২৮ বলে ৩৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন ঋত্বিক চট্টোপাধ্যায়।