Home খেলাধুলাক্রিকেট অ্যাঞ্জিওপ্লাস্টি সফল, ভাল আছেন সৌরভের দাদা স্নেহাশিস

অ্যাঞ্জিওপ্লাস্টি সফল, ভাল আছেন সৌরভের দাদা স্নেহাশিস

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতার ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সফল অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। ভাল আছেন স্নেহাশিস। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সিএবি-র যুগ্মসচিব দেবব্রত দাস জানিয়েছেন, শুক্রবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি সফল হয়েছে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। কয়েকদিন আগেই আচমকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়ে।

অ্যাঞ্জিওপ্লাস্টির পর সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন সৌরভ। জানা গিয়েছে, বাড়ি ফেরার পরে সৌরভ নিজ উদ্যোগে দাদাকে হেলথ চেকআপ করাতে বলেন। কারণ সৌরভ নিজে ভুক্তভোগী। স্বাস্থ্য পরীক্ষার পরে স্নেহাশিসের হার্টেও ধরা পড়ে একটি ব্লকেজ। এদিন কলকাতার বেসরকারি হাসপাতালে স্নেহাশিসের বুকে স্টেন্ট বসানো হয়েছে। এখন ভাল আছেন সিএবি-র সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, সৌরভের অসুস্থতার সময় জানা গিয়েছিল, হৃদরোগের ‘ফ্যামিলি হিস্ট্রি’ আছে গঙ্গোপাধ্যায় পরিবারের। অর্থাৎ পারিবারিক ভাবেই হৃদরোগে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা আছে সৌরভদের।
তাছাড়া, সদ্য সৌরভ যেভাবে মৃদু হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তা উদ্বেগ বাড়িয়েছে পরিবারের অন্য সদস্যদেরও। সেই কারণেই বাড়তি যত্ন নেওয়া হয় স্নেহাশিসেরও। চেক-আপ করতে গিয়েই ধরা পড়ে হার্ট ব্লকেজ। তাঁর হার্টেও স্টেন্ট বসানো হয়েছে।

Related Articles

Leave a Comment