নিজস্ব প্রতিনিধিঃ ব্রাইটের পায়ে নতুন বছরে উজ্জ্বল শুরু এসসি ইস্টবেঙ্গলের। ওড়িশা এফসি-কে ৩-১ গোলে হারিয়ে নতুন বছরটা দারুণভাবে শুরু করল ফাওলার ব্রিগেড। একটা জয় যেন অনেকটাই বদলে দিল গোটা দলের মেজাজ। আর লাল হলুদের ফ্যাকাসে আক্রমণভাগে অভিষেকেই দ্যুতি এনে দিয়ে সন্তুষ্ট ব্রাইট এনোবাখারে।
ম্যাচের পরে ক্লাবের সোশ্যাল মিডিয়া টিমকে তাঁর তৃপ্তির কথা জানালেন নাইজিরিয়ার অনুর্ধ্ব-২৩ দলে খেলা ফুটবলার। ইস্টবেঙ্গলে তাঁর সফল হওয়া নিয়ে কম চর্চা হয়নি। তাই সুপার-সাব হিসেবে নেমে এদিন ব্রাইটের গোল যেন লাল হলুদ জনতার হৃদয় জিতে নিল। ম্যাচ শেষে উলভস অ্যাকাডেমি থেকে উঠে আসা ফুটবলার জানালেন, ‘আমার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। আমার প্রথম ম্যাচে দল তিন পয়েন্ট পাওয়ায় আমি ভীষণ খুশি। আশা করি আরও এমন কিছু ম্যাচ আমরা উপহার দেব। এই ছন্দটা পরের ম্যাচের আগে আমাদের অনেকটা এগিয়ে রাখবে।’
এরপর ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া টিমের তরফ থেকে ব্রাইটকে প্রশ্ন করা হয় দুর্দান্ত অভিষেকের পর গাফার (ফাওলার) তোমাকে কী বললেন? উত্তরে ২২ বছরের ব্রাইট হেসে বলেন, ‘গাফার বলল, এটা আমার দেখা অন্যতম সেরা অভিষেক।’
তবে এখানেই থেমে থাকতে রাজি নন নাইজিরিয়ান। ব্রাইট জানালেন, ‘আশা করি এরকম আরও ম্যাচ উপহার দিতে পারব। দলের হয়ে আরও ম্যাচ জিততে চাই।’