Home সংবাদসিটি টকস আলিপুর চিড়িয়াখানা থেকে চুরি তিনটি বিলুপ্তপ্রায় পাখি

আলিপুর চিড়িয়াখানা থেকে চুরি তিনটি বিলুপ্তপ্রায় পাখি

by Kolkata Today

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: রাতের অন্ধকারে চুরি আলিপুর চিড়িয়াখানায়। তিনটি বিলুপ্তপ্রায় কিল-বিলড টাউকান পাখি চুরি গিয়েছে বলে খবর আলিপুর চিড়িয়াখানা সূত্রে৷ চিড়িয়াখানার কর্মীদের অনুমান মাঝরাতেই পাখিগুলি চুরি হয়েছে৷ ইতিমধ্যেই ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে৷ শুরু হয়েছে তদন্ত৷

কিল-বিলড টাউকান পাখি অত্যন্ত বিরল৷ পাখিগুলিকে যে খাঁচায় রাখা হয়েছিল সেই খাঁচার একটা দিক কেটে ভিতরে ঢুকে কেউ চুরি করে পালিয়েছে বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার সকালে দেখা যায়, খাঁচার একপাশের জাল কাটা। খাঁচার মধ্যে একটি পাখি ধরার জাল পাওয়া গেছে। চিড়িয়াখানা সংলগ্ন অরফ্যানগঞ্জ রোডের দিকে একটা মই পাওয়া গিয়েছে৷ পুলিশের অনুমান, চোর সেখান থেকে উঠেই চুরি করে পালিয়েছে৷ কয়েকদিন আগেই এই বিরল প্রজাতির পাখিগুলিকে আলাদা খাঁচায় রাখা হয়েছিল৷ তারপরই এই ঘটনা৷

এদিকে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, কিছুদিন আগে পাচারের সময় পেট্রাপোল সীমান্তে এই পাখিগুলিকে উদ্ধার করে বিএসএফ। পরে সেগুলিকে আলিপুর চিড়িয়াখানায় রাখা হয়। এই পাখিগুলির প্রতিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। সাধারণত দক্ষিণ মেক্সিকো ও কলম্বিয়ায় পাওয়া যায় এদের।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কর্তব্যরত দুই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related Articles

Leave a Comment