নিজস্ব প্রতিনিধিঃ
বিরাট কোহালির অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পেয়েই তাক লাগিয়ে দিয়েছেন অজিঙ্ক রাহানে। টিম ইন্ডিয়া অ্যাডিলেডের ৩৬ অলআউটের লজ্জার হারের মধুর প্রতিশোধ নিয়েছে মেলবোর্নে। টেস্ট সিরিজে সমতা ফেরানোর পর এবার আরও একবার ডনের দেশে জয়ের জয়ের ধ্বজা ওড়াতে চাইবেন রাহানেরা। উমেশের চোটে দলে পরিবর্তন করতেই হত। সেই জায়গায় টেস্ট অভিষেক হচ্ছে ডান হাতি পেসার নভদীপ সাইনির। অর্থাৎ বুমরাহ-সিরাজের সঙ্গে তৃতীয় পেসার হিসাবে খেলবেন সাইনি। চোট সারিয়ে টেস্ট দলে ফিরলেন রোহিত শর্মা। তিনি খেলছেন প্রথম দুই টেস্টে ব্যর্থ মায়ানক আগরওয়ালের জায়গায়। দেখে নিন সিডনিতে তৃতীয় টেস্টের প্রথম একাদশ।
শুভমান গিল: মেলবোর্নে অভিষেক টেস্টে তাঁর পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন রাজত্ব করার জন্য এসেছেন। লম্বা রেসের ঘোড়া পঞ্জাবী যুবক, বুঝিয়ে দিয়েছেন। ওপেনার হিসাবেই সিডনিতে নামবেন।
রোহিত শর্মা: আইপিএলের চোট সারিয়ে ফের টিম ইন্ডিয়ার জার্সিতে হিটম্যান। শুভমানকে সঙ্গে নিয়ে ওপেনিং করতে নামবেন রোহিত। মায়ানক আগরওয়ালের খারাপ ফর্মের পর রোহিতকে প্রথম একাদশের বাইরে রাখা সম্ভব ছিল না।
চেতেশ্বর পূজারা: গত অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়ার সেরা ব্যাটসম্যান ছিলেন। তবে চলতি সফরে এখনও পর্যন্ত সেই পারফরম্যান্স দেখাতে পারেননি পূজারা। তা সত্ত্বেও তিন নম্বরে তাঁকে বসানোর প্রশ্নই ওঠে না। পূজারা উইকেটে সেট হয়ে গেলে ভারতেরই লাভ।
অজিঙ্ক রাহানে: বিরাট কোহলির অবর্তমানে ভারতীয় দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম টেস্টের পর বিরাট কোহালি দেশে ফিরে যাওয়ায় বহু ক্রিকেট পণ্ডিতই বলেছিলেন, অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের ক্ষেত্রে বিরাট ধাক্কা খেল টিম ইন্ডিয়া। কিন্তু মেলবোর্নে সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছেন অধিনায়ক রাহানে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। দ্বিতীয় ইনিংসেও ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন।মাঠে ক্যাপ্টেন রাহানের তাৎক্ষণিক সিদ্ধান্ত নজর কেড়েছে। তৃতীয় টেস্ট জিতে এবার মেগা সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন আজিঙ্ক রাহানে।
হনুমা বিহারি: টিম ইন্ডিয়ায় চোটগ্রস্তদের তালিকায় নয়া সংযোজন লোকেশ রাহুল। প্রথমে মনে করা হয়েছিল হনুমা বিহারির জায়গায় তিনি দলে ঢুকতে পারেন। তবে তেমন কিছু হয়নি। দলে নেওয়া হয়েছে হনুমাকেই। ব্যাটিংয়ের পাশাপাশি অফ-ব্রেকও করতে পারেন। তবে খুব একটা ভাল ফর্মে নেই তিনি।
ঋষভ পন্ত: ঋদ্ধিমান সাহার বদলে দলে এলেও মেলবোর্নে বড় রান করতে পারেননি। তবে প্রথম ইনিংসে তাঁর আগ্রাসী ব্যাটিং দলকে চাপমুক্ত করেছিল। উইকেটের পিছনেও ভরসা জুগিয়েছেন ঋষভ। ফলে আপাতত ঋদ্ধি বাইরে। খেলবেন ঋষভই।
রবীন্দ্র জাডেজা: কেন তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার? বক্সিং-ডে টেস্টে সেটা আরও একবার দেখিয়ে দিয়েছেন। হাফসেঞ্চুরি করেছেন, উইকেটও নিয়েছেন। ফলে সিডনিতে তৃতীয় টেস্টেও দলে জাডেজা।
রবিচন্দ্রন অশ্বিন: চলতি সিরিজে নতুন ব্র্যান্ডে দেখা যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকে। স্টিভ স্মিথের মতো ব্যাটসম্যানকে রীতিমতো পরিকল্পনা ছকে আউট করে তাক লাগিয়ে দিয়েছেন। অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের অনেকেই অশ্বিনের ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছেন। এখন বিদেশির মাটিতেও সমান ভয়ঙ্কর ভারতীয় অফস্পিনার। টেস্ট জয়ের জন্য ভারতের সেরা বাজি।
জসপ্রীত বুমরাহ: ইশান্ত নেই, শামি নেই, উমেশ ছিটকে গিয়েছেন। চোট-আঘাতে জর্জরিত ভারতীয় পেস আক্রমণের প্রধান দায়িত্ব এইবার বুমরাহর কাঁধে। সিডনির পিচেও বুম বুম বুমরাহর আগুনে বোলিংয়ের অপেক্ষায় থাকবে টিম ইন্ডিয়া।
মহম্মদ সিরাজ: মেলবোর্নে অভিষেক টেস্টেই ঝুলিতে ভরেছেন ৫ উইকেট। সিরাজের বোলিং মুগ্ধ করেছে অধিনায়ক রাহানেকেও। সিডনিতেও তাঁর কাছ থেকে একই পারফরম্যান্স আশা করছে টিম ম্যানেজমেন্ট।
নভদীপ সাইনি: শার্দূল ঠাকুর বা টি নটরাজন নন। সিডনির পিচে প্রথম একাদশে ঢুকে পড়লেন সাইনি। টেস্ট অভিষেকেই সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে অনেকটাই দায়িত্ব নিজের কাঁধে নিতে হবে আইপিএলে বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজির তরুণ পেসার।